শিরোনাম: শোন
ওস্তাদ শ্রী ভুবন, জবাব দিয়ে যাই।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: যজ্ঞের ঘোড়া)।
শোন ওস্তাদ শ্রী ভুবন, জবাব দিয়ে যাই।
সঠিক জবাব পাবে তুমি, ভাবছ, জবাব জানা নাই॥
সগর রাজার যজ্ঞের ঘোড়া,
দেবরাজ ইন্দ্র করল তাড়া,
চুরি করে ধরে ঘোড়া, লুকায় কপিল মুনির ডেরায়॥
আশ্রম যে তার পাতালপুরে,
ষাট হাজার ছেলে খুঁজে ফেরে,
খুঁজতে খুঁজতে গেল দূরে, অবশেষে সেই ডেরায়॥
যখন তারা ডেরায় গেল,
যজ্ঞের ঘোড়া দেখিতে পাইল,
তপস্যাতে মুনিবর ছিল, চোর বলিয়ে ধরল তায়॥
রেগে গেলেন তখনি মুনি,
অগ্নি দৃষ্টি দেয় গো হানি,
ভস্ম করিল দৃষ্টি অগ্নি, ষাট হাজার ঐ ছেলে ভাই॥
ভস্ম হয়ে রইল পড়ে,
কপিল মুনির পাতালপুরে,
সঙ এর মধ্যে যাব বলে, শুনিবেন শ্রোতা সবাই॥
নজরুল এসলাম কয় আসরে,
বজলে করীম কদম ধরে,
নিবাস চুরুলিয়া পরে, সকলে সালাম জানাই॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ভুবন বাগদীর রচির 'যজ্ঞের ঘোড়া' নামক চাপান সং-এর,
উতোর সং-এর গান । প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। যুবতীর গান।
সংকলক ও
সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৮১-১৮২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৪৩]
- বিষয়াঙ্গ: ভুবন বাগদীর রচিত 'যজ্ঞের ঘোড়া' নামক চাপান সং-এর, উতোর
সং-এর দ্বিতীয় গান। ভণিতা
'নজরুল এসলাম'।