শিরোনাম: শোন ওস্তাদ শ্রী ভুবন, জবাব দিয়ে যাই।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: যজ্ঞের ঘোড়া)।
শোন ওস্তাদ শ্রী ভুবন, জবাব দিয়ে যাই।
সঠিক জবাব পাবে তুমি, ভাবছ, জবাব জানা নাই॥
        সগর রাজার যজ্ঞের ঘোড়া,
        দেবরাজ ইন্দ্র করল তাড়া,
চুরি করে ধরে ঘোড়া, লুকায় কপিল মুনির ডেরায়॥
        আশ্রম যে তার পাতালপুরে,
        ষাট হাজার ছেলে খুঁজে ফেরে,
খুঁজতে খুঁজতে গেল দূরে, অবশেষে সেই ডেরায়॥
        যখন তারা ডেরায় গেল,
        যজ্ঞের ঘোড়া দেখিতে পাইল,
তপস্যাতে মুনিবর ছিল, চোর বলিয়ে ধরল তায়॥
        রেগে গেলেন তখনি মুনি,
        অগ্নি দৃষ্টি দেয় গো হানি,
ভস্ম করিল দৃষ্টি অগ্নি, ষাট হাজার ঐ ছেলে ভাই॥
        ভস্ম হয়ে রইল পড়ে,
        কপিল মুনির পাতালপুরে,
সঙ এর মধ্যে যাব বলে, শুনিবেন শ্রোতা সবাই॥
        নজরুল এসলাম কয় আসরে,
        বজলে করীম কদম ধরে,
নিবাস চুরুলিয়া পরে, সকলে সালাম জানাই॥