শিরোনাম: ও বাবা, আবার দেখি বিরাট হাতি ঐ যে আছে দাঁড়িয়ে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: যজ্ঞের ঘোড়া)।

ও বাবা, আবার দেখি বিরাট হাতি ঐ যে আছে দাঁড়িয়ে।
শিং দুটো মাথার উপর, শুঁড় আছে ঐ বাড়িয়ে॥
            শুঁড় দিয়ে ভাই যদি ধরে।
            যাই আমি পিছনে সরে,
(আবার) পা যদি দেয় পেটের পরে, দেবে হাড় গুঁড়িয়ে॥