সব দিক দেখা সারা, এবার এই দিকেতে যায়। কোথা যজ্ঞের ঘোড়া, কোথা আছে খুড়া যদি হেথা দেখা পায়॥ যেয়ে দেখব, খোঁড়া আছে মাটি পাতাল পর্যন্ত পথও আছে খাঁটি। যেয়ে দেখব সেথা দাঁড়িয়ে আছে হাতি, ঘোড়া খুড়া কেহ নাই॥
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:
দুখুমিয়ার লেটো গান। ভুবন বাগদীর রচির 'যজ্ঞের ঘোড়া' নামক চাপান সং-এর,
উতোর সং-এর গান । পঞ্চম দৃশ্যান্তর। প্রথম গান।
কালীনাথের গান।
সংকলক ও
সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৮৫।
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৪৫]
বিষয়াঙ্গ: ভুবন বাগদীর রচিত 'যজ্ঞের ঘোড়া' নামক চাপান সং-এর, উতোর
সং-এর চতুর্থ গান। নজরুলের রচিত তৃতীয় গান। ভণিতা
'নাই'।