শিরোনাম: সব দিক দেখা সারা, এবার এই দিকেতে যায়।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: যজ্ঞের ঘোড়া, উতোর সং)। 

সব দিক দেখা সারা, এবার এই দিকেতে যায়।
কোথা যজ্ঞের ঘোড়া, কোথা আছে খুড়া যদি হেথা দেখা পায়॥
            যেয়ে দেখব, খোঁড়া আছে মাটি
            পাতাল পর্যন্ত পথও আছে খাঁটি।
যেয়ে দেখব সেথা দাঁড়িয়ে আছে হাতি, ঘোড়া খুড়া কেহ নাই॥