শিরোনাম: বুকেতে কে বাণ মারিল, পরান জ্বলে যায়।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: সিন্ধু বধ)।
বুকেতে কে বাণ মারিল, পরান জ্বলে যায়।
পরান জ্ব'লে যায় গো আমার, মরি বেদনায়॥
            কে মারিল জ্বলন্ত বাণ
            হারাইব এবার পরান,
অন্ধ পিতা-মাতা আছে, কে দেখিবে তায় গো, কে দেখিবে তায়॥
            ওরে নিঠুর মারিলি বাণ,
            বিনা দোষে বধিলি প্রাণ,
কিশোর মেরে পাবি না ত্রাণ, দয়া কি তোর নাই॥
            দুখু কাজী ভেবে বলে
            লেটোর এই আসর তলে,
জল ভরণের শব্দ তুলে, মরলে তুমি ভাই॥