শিরোনাম: ভুল, ভুল, ভুল, ভুল শুনিয়াছি আমি ভুল।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: সিন্ধু বধ)।
 

ভুল, ভুল, ভুল, ভুল শুনিয়াছি আমি ভুল।
মৃগ জল পান করিতেছে বুঝি সরযূ নদীর কূল॥
           শব্দভেদি মেরেছিনু তাই,
           কিশোর সিন্ধু বধিনু তোমায়,
অযোধ্যাপতি দশরথ আমি, তব শোকে শোকাকুল॥