শিরোনাম: শোন, শোন, অন্ধমুনি, সিন্ধু নহি আমি।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: সিন্ধু বধ)।
 

শোন, শোন, অন্ধমুনি, সিন্ধু নহি আমি।
আমি পাপী দশরথ অযোধ্যার স্বামী॥
       মৃগ ভেবে শব্দ শুনে,
       সিন্ধু বধি ভেদি হেনে,
সিন্ধু তোমার গেছে মারা, জানাই গো আমি॥
      কহি তোমায় সত্যকথা,
      মনে তোমার দিলাম ব্যথা,
তুমি বেদের মন্ত্রদাতা, শাপ দিও না তুমি॥