শিরোনাম: কোথায় আমার সিন্ধু আছে, সেথায় মোদের নিয়ে চল।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান: সিন্ধু বধ)।
 

কোথায় আমার সিন্ধু আছে, সেথায় মোদের নিয়ে চল।
নিয়ে চল, নিয়ে চল, সেথায় মোদের নিয়ে চল॥
          দেখতে মোরা পাই না চোখে,
          হাত বুলায়ে দেখব তাকে,
জ্বলিতেছে হিয়া, জুড়াবে না প্রাণ, কি করিলে রাজা বল বল॥
          কাতর ছিলাম পিপাসাতে,
          চলে গেল তৃষা মৃত্যূ কথাতে,
কোথায় কলসি, সরযূর নীর, সিন্ধু মোদের কোথা গেল॥