বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: অবুঝ মোর আঁখি বারি, আমি রোধিতে নারি
রাগ: তিলক
কামোদ
অবুঝ মোর আঁখি
বারি, আমি রোধিতে নারি
গ'লেছে যে-নদী জল, কে তারে রোধিতে বল,
পাষাণের সে নারায়ণ তবু সে আমারি॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল
১৯৩৪)। এই
সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
-
গ্রন্থ:
-
গীতি-শতদল
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২।
রাগ: জৌনপুরী, তাল: দাদরা । গান সংখ্যা ১০১৩। পৃষ্ঠা: ৩০৯]