গীতি-শতদল
কাজী নজরুল ইসলামের নবম সঙ্গীতগ্রন্থ। ১৩৪১ খ্রিষ্টাব্দের বৈশাখ মাসে এই
গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। প্রকাশক: গোপালদাস মজুমদার, ডি.এম. লাইব্রেরি, ৬১,
কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। মুদ্রাকর: শ্রী অমূল্যচন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য
প্রেস। ২, বৃন্দাবন পাল লেন, কলিকাতা। পৃষ্ঠা: ৮+১০৪। মূল্য: এক টাকা চার আনা। এই
গ্রন্থে উৎসর্গপত্র দেখা যায় না। সূচনা অংশে 'কথা' নামে কবির একটি সংক্ষিপ্ত
মুখবন্ধ দেখা যায়। গ্রন্থটি ১০১টি গান অন্তর্ভুক্ত হয়েছিল।
দুটি কথা
গানের তালিকা:
- অবুঝ মোর আখিঁ-বারি [গীতি-শতদল-৩৫]
[তথ্য]
- অসুর বাড়ির ফেরত এ মা [গীতি-শতদল-৮২]
[তথ্য]
- আঁখি ঘুম ঘুম ঘুম [গীতি-শতদল-৪১]
[তথ্য]
- আজ লাচনের লেগেছে গাঁদি [গীতি-শতদল-৯৪] [তথ্য]
- আজি নন্দদুলালের সাথে [গীতি-শতদল-৬৯] [তথ্য]
- আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে (প্রথম মাধবী) [গীতি-শতদল-৮৩]
[তথ্য]
- আজি মিলন বাসর প্রিয়া [গীতি-শতদল-৯০]
[তথ্য]
- আজকে হোরি ও নাগরি [গীতি-শতদল-৯৩]
[তথ্য]
- আজো ফোটেনি কুঞ্জে মম [গীতি-শতদল-৩১]
[তথ্য]
- আনন্দ-দুলালী ব্রজ-বালার সনে [গীতি-শতদল-৭৪]
[তথ্য]
- আবু আর হাবু দুই ভায়ে [গীতি-শতদল-১০০]
[তথ্য]
- আমার দেওয়া ব্যথা ভোলো [গীতি-শতদল-১৮]
[তথ্য]
- আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা [গীতি-শতদল-৬২]
[তথ্য]
- আমি যেদিন রইব না গো [গীতি-শতদল-৪৯]
[তথ্য]
- উচাটন মন ঘরে রয় না (পিয়া মোর) [গীতি-শতদল-৩৬]
[তথ্য]
- এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি [গীতি-শতদল-৪৬]
[তথ্য]
- এ ঘোর-শ্রাবণ-নিশিকাটে কেমনে [গীতি-শতদল-৩৩]
[তথ্য]
- একে একে সব মেরেছিস [গীতি-শতদল-১০১]
[তথ্য]
- এলে কি গো চির-সাথী অবেলাতে [গীতি-শতদল-৫০]
[তথ্য]
- এলো ফুলের মহলে ভ্রমরা গুন্গুনিয়ে [গীতি-শতদল-২৯]
[তথ্য]
- এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া [গীতি-শতদল-৫৭]
[তথ্য]
- এসো বসন্তের রাজা হে আমার [গীতি-শতদল-৫]
[তথ্য]
- এসো শারদ প্রাতের পথিক [গীতি-শতদল-১৫]
[তথ্য]
[তথ্য]
- ও তুই যাস্নে রাই-কিশোরী [গীতি-শতদল-৫১]
[তথ্য]
- ওরে হুলো রে তুই রাত বিরেতে [গীতি-শতদল-৯১]
[তথ্য]
-
কত জনম যাবে তোমার বিরহে [গীতি-শতদল-৪৪]
[তথ্য]
- কুল রাখ না-রাখ [গীতি-শতদল-৩৯]
[তথ্য]
- গত রজনীর কথা পড়ে মনে [গীতি-শতদল-১০]
[তথ্য]
- গান গাহে মিসি বাবা [গীতি-শতদল-৯৭]
[তথ্য]
- গিন্নীর ভাই পালিয়ে গেছে [গীতি-শতদল-৯৬]
[তথ্য]
- গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা [গীতি-শতদল-৭৫]
[তথ্য]
- গোধূলির রঙ ছড়ালে (কে গো আমায়) [গীতি-শতদল-২০]
[তথ্য]
- ঘুমায়েছে ফুল পথের ধূলায় [গীতি-শতদল-৯]
[তথ্য]
- চ'ম্কে চ'ম্কে ধীর (পল্লী বালিকা বনপথে) [গীতি-শতদল-২]
[তথ্য]
- চাঁদের পিয়ালাতে আজি [গীতি-শতদল-১৪]
[তথ্য]
- চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা [গীতি-শতদল-৯৫]
[তথ্য]
- চির কিশোর মুরালীধর কুঞ্জবন-চারী [গীতি-শতদল-৫৪]
[তথ্য]
- ছন্দের বন্যা হরিণী অরণ্যা [গীতি-শতদল-৩]
[তথ্য]
- ছাড় ছাড় আঁচল বঁধু [গীতি-শতদল-৩৮]
তথ্য]
- জাগো জাগো! জাগো নব আলোকে [গীতি-শতদল-৮৭]
[তথ্য]
- জাগো জাগো, রে মুসাফির [গীতি-শতদল-৪৩]
[তথ্য]
- জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী [গীতি-শতদল-৮৪] [তথ্য]
- তুমি নন্দন পথ ভোলা [গীতি-শতদল-৬]
[তথ্য]
- তোমার ফুলের মতন মন [গীতি-শতদল-৭]
[তথ্য]
- তোমার সৃষ্টি মাঝে হরি [গীতি-শতদল-৬৪]
[তথ্য]
- তোমারে কি দিয়া পূজি ভগবান [গীতি-শতদল-৬১]
- দাও দাও দরশন পদ্ম-পলাশ-লোচন [গীতি-শতদল-৬৫]
[তথ্য]
- ধীরে যায় ফিরে ফিরে চায় [গীতি-শতদল-২৬]
[তথ্য]
- দিও ফুলদল বিছায়ে [গীতি-শতদল-৩৪]
[তথ্য]
- দুঃখ -ক্লেশ-শোক-পাপ-তাপ-শত [গীতি-শতদল-৫২]
[তথ্য]
- নখ-দন্ত-বিহীন চাকুরী অধীন [গীতি-শতদল-৯৮]
[তথ্য]
- নবীন বসন্তের রানী তুমি [গীতি-শতদল-৮৯]
[তথ্য]
- নমো নটনাথ! এ নাট -দেউলে [গীতি-শতদল-৭৯]
[তথ্য]
- নমো নমঃ রাম-খুঁটি [গীতি-শতদল-৯৯]
[তথ্য]
- নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল [তথ্য]
- নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল [গীতি-শতদল-৫৯]
[তথ্য]
- নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল [গীতি-শতদল-৬০]
[তথ্য]
- নিয়ে কাদা মাটির তাল [গীতি-শতদল-৯২]
[তথ্য]
- পরান হরিয়া ছিলে পাশরিয়া [গীতি-শতদল-৮৮]
[তথ্য]
- পলাশ ফুলের গেলাস ভরি' [গীতি-শতদল-১১]
[তথ্য]
- পলাশ ফুলের মউ পিয়ে ঐ [গীতি-শতদল-৪]
[তথ্য]
- পলাশ-মঞ্জরি পরায়ে দে লো মঞ্জুলিকা [গীতি-শতদল-৩২]
[তথ্য]
- পিউ পিউ বোলে পাপিয়া [গীতি-শতদল-১৩]
[তথ্য]
- পিয়াসি প্রাণ তারে চায় [গীতি-শতদল-২৭]
[তথ্য]
- ফিরিয়া এসো, এসো হে ফিরে [গীতি-শতদল-৪০][তথ্য]
- ফিরে গেছে সই এসে (নন্দকুমার) [গীতি-শতদল-৩৭]
[তথ্য]
- ফিরে ফিরে দ্বারে আসে যায় [গীতি-শতদল-৩০]
[তথ্য]
- ফিরে যা সখি ফিরে যা ঘরে [গীতি-শতদল-৭৩]
[তথ্য]
- বন-হরিণীরে তব বাঁকা আঁখির [গীতি-শতদল-২৩]
[তথ্য]
- বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু [গীতি-শতদল-৮৬]
[তথ্য]
- বাজিছে বাঁশরি কার অজানা সুরে [গীতি-শতদল-২২]
[তথ্য]
- বাজিয়ে বাঁশি মনের বনে [গীতি-শতদল-৬৭]
[তথ্য]
- বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু [গীতি-শতদল-৬৮]
[তথ্য]
- বেলা পড়ে এলো জল্কে সই চল্ চল্ [গীতি-শতদল-২৮]
[তথ্য]
- ব্রজের দুলাল ব্রজে আবার আসবে [গীতি-শতদল-৭৭]
[তথ্য]
- ভবের এই পাশা খেলায় [গীতি-শতদল-৮০]
[তথ্য]
- ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল
[গীতি-শতদল-৫৬][তথ্য]
- ভুল করে আসিয়াছি [গীতি-শতদল-৪৭]
[তথ্য]
- ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ [গীতি-শতদল ৮১][তথ্য]
- ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা [গীতি-শতদল-৫৩]
[তথ্য]
- ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি [গীতি-শতদল-৪৮]
[তথ্য]
- মণি-মঞ্জির বাজে অরুণিত চরণে [গীতি-শতদল-৭২] [তথ্য]
- মন লহ নিতি নাম রাধা শ্যাম [গীতি-শতদল-৬৩]
[তথ্য]
- মালঞ্চে আজ কাহার যাওয়া আসা [গীতি-শতদল-১৬]
[তথ্য]
- মোর মাধব-শূন্য-মাধবী -কুঞ্জে [গীতি-শতদল-৭৬]
[তথ্য]
- রহি রহি কেন আজো সেই মুখ মনে পড়ে [গীতি-শতদল-১২]
[তথ্য]
- রাস-মঞ্চোপরি দোলে মুরালীধারী [গীতি-শতদল-৫৮]
[তথ্য]
- রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে [গীতি-শতদল-২৪]
[তথ্য]
- শুকনো পাতার নূপুর পায়ে [গীতি-শতদল-১]
[তথ্য]
- শোনো লো বাঁশিতে ডাকে [গীতি-শতদল-৭০]
[তথ্য]
- সকরুণ নয়নে চাহ আজি [গীতি-শতদল-২১]
[তথ্য]
- সখি যায়নি ত শ্যাম মথুরায় আর [গীতি-শতদল-৭৮]
[তথ্য]
- সবুজ শোভার ঢেউ খেলে যায় [গীতি-শতদল-১৭] [তথ্য]
- সাগর আমায় ডাক দিয়েছে [গীতি-শতদল-৫৫]
[তথ্য]
- সেদিন প্রভাতে অরুণ শোভাতে [গীতি-শতদল-৪২]
[তথ্য]
- সেই পুরানো সুরে আবার গান [গীতি-শতদল-২৫]
[তথ্য]
- হায় ঝরে যায় মোর আশা-কুসুম [গীতি-শতদল-৪৫]
[তথ্য]
- হুল ফুটিয়ে গেলে শুধু [গীতি-শতদল-১৯]
[তথ্য]
- হেলে দুলে বাঁকা কানাইয়া গোকূলে [গীতি-শতদল-৭১]
[তথ্য]
- হেসে হেসে কলসি নাচাইয়া [গীতি-শতদল-৮]
[তথ্য]
- হোরির রঙ লাগে আজি [গীতি-শতদল-৮৫]
[তথ্য]