বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নখ-দন্ত-বিহীন চাকুরী অধীন
'‘বাঙালি বাবু’
নখ-দন্ত-বিহীন চাকুরী অধীন আমরা বাঙালি বাবু (ওগো)
পায়ে গোদ, গায়ে ম্যালেরিয়া, বুকে কাশি লয়ে সদা কাবু॥
ঢিলে-ঢালা কাছা কোঁচা সামলায়ে,
ভুঁড়ি বয়ে ছুটি নিটপিটে পায়ে,
আপিসে কসিয়া কলম পিশিয়া, ঘরে এসে খাই সাবু॥
রবিবার ছুটি আছে ব’লে ভাই
বাবা ব’লে চিনে ছেলেপিলে তাই,
নাকে শাঁক ধেঁধে সেদিন ঘুমাই নয় ঘরে বসে খেলি গ্রাবু॥
হাঁচি টিকটিকি সিন্নি মানিয়া,
পরান-পাখিরে রেখেছি ধরিয়া,
দেখে ব্যাঙের ছাতারে উঠি চমকিয়া ভয় হয় বুঝি তাঁবু॥
এগ্জামিনের লাঠি ধরে ধরে
দাঁড়াই আসিয়া অফিসের দোরে,
মাইনে যা পাই তা দিয়ে খাই কদলী আর অলাবু॥
গোলামের কুড়ি ফোটার এ বোঝা
নামায়ে কোমর হ’তে দাও সোজা
বোতে আর হাড় হাবাতে ধরেছে বাপ্পুরে কনে যাবু॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
এইচএমভি কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের একটি চুক্তি হয়েছিল ১৯৩৩
খ্রিষ্টাব্দের ২৯ মে (সোমবার ১৫ জ্যৈষ্ঠ, ১৩৪০) তারিখে। এই চুক্তিতে গানটি ছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর
১ মাস।।
- গ্রন্থ:
-
গীতি-শতদল।
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। ৯৮। শিরোনাম: বাঙালিবাবু
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা
৯৮। শিরোনাম: বাঙালিবাবু। পৃষ্ঠা ৩৪২-৩৪৩]
- রেকর্ড:
- এইচএমভি। চুক্তিপত্র। ২৯ মে ১৯৩৩ (সোমবার ১৫ জ্যৈষ্ঠ ১৩৪০) রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়েছিল।
- টুইন [জুন ১৯৩৮ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)। এফটি ১২৪২৯। শিল্পী: চিন্তাহরণ
মুখোপাধ্যায়]
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল
সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা]
দ্বিতীয় গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: হাসির গান
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: র্সা