বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
সাগর আমায় ডাক দিয়েছে
তাল: দাদরা
সাগর আমায় ডাক দিয়েছে মন-নদী তাই ছুটছে ঐ।
পাহাড় ভেঙ্গে মাঠ ভাসিয়ে বন ডুবিয়ে তাই তো বই॥
তরঙ্গে তাই রাত্রি দিন
গান গেয়ে যাই নিদ্রাহীন বাজিয়ে ঢেউয়ের বীণ।
বন্যা এনে মায়ার পুরী ভাসিছে নাচি তাথৈ থৈ॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল
সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রেকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। বাউল -দাদরা]
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। গীতি-শতদল। গান সংখ্যা ৫৫। বাউল -দাদরা। পৃষ্ঠা
৩১৩]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২২৭৭। রাগ: পিলু-খাম্বাজ, তাল: লাউনি। পৃষ্ঠা:
৪৯৩।]