বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চায়ের পিয়াসি পিপাসিত চিত
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক-দল।
দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল॥
চা চেয়ে চেয়ে কাকা নাম ভু’লে পশ্চিমে চাচা কয়,
এমন চায়ে যে মারিতে চাহে সে চাষা সুনিশ্চয়।
চা ক'রে ক'রে ভৃত্য নফর
নাম হারাইয়া হইল চাকর,
চা নাহি খেয়ে বেচারা নাচার হয়েছে চাষা সকল॥
চায়ে এ’লে যায় চাল-কুমড়ো সে, চাঁদা ক'রে মার চাঁটি,
চা নাহি খেয়ে চানা খায় আজ দেশ হে অশ্ব-জাতি।
একদা মায়ের মুণ্ডেতে শিব
চা ঢেলে দেন, বের ক'রে জিভ
চা-মুণ্ডা রূপ ধরিলেন দেবী সেইদিন রে পাগল॥
চায়ে পা ঠেকিয়ে সেদিন গদাই পড়িল মোটর চাপা,
চাট্ ও চাট্নী চায়েরই নাতনী, লুকাতে পার কি বাপা?
চায়ে মর্ ব'লে গালি দেয় মাসি
চামর ঢুলায় হয়ে আজ দাসী,
চাটিম্ চাটিম্ বুলি এই দাদা চায়ের নেশারই ফল॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ
১৩৪০) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
-
রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)]। এন ৭১৬৫। শিল্পী: হরিদাস বন্দ্যপাধ্যায়
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। চা-স্তোত্র]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা
৯৫। চা-স্তোত্র। পৃষ্ঠা ৩৪০-৩৪১]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৩৫৩। পৃষ্ঠা: ৭৩৫]
- রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)। এন ৭১৬৫। শিল্পী: হরিদাস
বন্দ্যোপাধ্যায়]