বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে 
 
রাগ : তিলং, তাল : ত্রিতাল

এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
রহি' রহি' সেই মুখ পড়িছে মনে॥
        বিজলিতে সেই আঁখি
        চমকিছে থাকি' থাকি',
শিহরিত এমনি সে বাহু-বাঁধনে॥
শন শন বহে বায় সে কোথায় সে কোথায়
নাই নাই ধ্বনি শুনি উতল পবনে হায়,
চরাচর দুলিছে অসীম রোদনে॥