তিলং
সমনাম: তিলং, তিলঙ্গ, তৈলঙ্গ।
উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। ঋষভ ও ধৈবত বর্জিত। পণ্ডিত ভীমরাও শাস্ত্রী তাঁর 'রাগশ্রেণী' গ্রন্থে এই রাগটিকে তৈলঙ্গ (মাদ্রাজ) অঞ্চলের রাগ হিসেবে উল্লেখ করেছেন। কর্ণাটকী সঙ্গীতে এর নাম তিলঙ্গী।

    আরোহণ:  স গ ম প ন র্স

    অবরোহণ : র্স ণ প ম, গ ম গ স

    ঠাট : খাম্বাজ
    জাতি : ঔড়ব-ঔড়ব।

    বাদীস্বর : নিষাদ

    সমবাদী স্বর : গান্ধার

    অঙ্গ :  উত্তরাঙ্গ

    সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
    পকড় : ণ প গম গ, মপ ণ প, ন ন র্সন, র্স


তথ্যসূত্র: