নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
সাঁইত্রিশতম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল পৌষ, ১৪২১ বঙ্গাব্দ/ জানুয়ারি, ২০১৫ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃকপুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভাপতি ছিলেন সুধীন দাশ। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ,খালিদ হোসেন, সেলিনা হোসেন এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।


নজরুল সঙ্গীত স্বরলিপি-সাঁইত্রিশতম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ ও সেলিনা হোসেন। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. আজো বোলে কোয়েলিয়া [তথ্য] [নমুনা]
  2. আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা [তথ্য] [নমুনা]
  3. আমি মূলতানী গাই [তথ্য] [নমুনা]
  4. এ ঘোর-শ্রাবণ-নিশিকাটে কেমনে [তথ্য] [নমুনা]
  5. কেন তুমি কাঁদাও মোরে [তথ্য] [নমুনা]
  6. গানগুলি মোর আহত পাখির সম [তথ্য] [নমুনা]
  7. ঘন দেয়া গরজায় গো [তথ্য] [নমুনা]
  8. জাগো অনশন বন্দী ওঠ রে যত [তথ্য] [নমুনা]
  9. দিন গেল মোর মায়ায় ভুলে [তথ্য] [নমুনা]
  10. নতুন চাঁদের তকবির শোন্‌ (কোরবানি দে তোরা) [তথ্য] [নমুনা]
  11. নাচে ঐ আনন্দে নন্দদুলাল [তথ্য] [নমুনা]
  12. পেয়ে কেন নাহি পাই হৃদয়ে [তথ্য] [নমুনা]
  13. প্রিয় যাই যাই ব'লো না [তথ্য] [নমুনা]
  14. (প্রিয়া) স্বপনে এসো নিরজনে [তথ্য] [নমুনা]
  15. বক্ষে আমার কা'বার ছবি [তথ্য] [নমুনা]
  16. বহে বনে সমীরণ ফুল জাগানো  [তথ্য] [নমুনা]
  17. মন নিয়ে আমি লুকোচুরি [তথ্য] [নমুনা]
  18. মহু্য়া বনে লো মধু খেতে সই [তথ্য] [নমুনা]
  19. মোরে মায়া ডোরে বাঁধিস যদি মা [তথ্য] [নমুনা]
  20. মোহাম্মদের নাম জপেছিলি [তথ্য] [নমুনা]
  21. শোনো শোনো ইয়া ইলাহী [তথ্য] [নমুনা]
  22. শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা নিশিদিন  [তথ্য] [নমুনা]
  23. সখি আর অভিমান জানাব না [তথ্য] [নমুনা]
  24. সখি গো বৃথা প্রবোধ দিস্‌নে [তথ্য] [নমুনা]
  25. হে মদিনার বুলবুলি গো  [তথ্য] [নমুনা]