বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মহুয়া বনে লো মধু খেতে, সই
তাল: দ্রুত-দাদ্রা
মহুয়া বনে লো মধু খেতে, সই,
বাহিরে চাঁদ এলো, ঘরে মোর চাঁদ কই॥
আমার নাচের সাথি কোথা পাইনে দেখা
সরে না পা ওলো নাচতে একা
সে বিনে সখি লো আমি আমার নই॥
মিছে মাদলে তাল হানে মাদলিয়া,
সে কি গেল বিদেশ, মোরে না বলিয়া।
দূরে বাঁশি বাজে পলাশ পিয়াল বনে,
বুঝি ঐ বঁধু মোর, যেন লাগে মনে
সে মোরে ভুলে নাচে কাহার সনে?
সে যে জানতো না সজনী কভু আমি বৈ॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৬ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩) মাসে , এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
এই সময়
নজরুল ইসলামের
বয়স ছিল
৩৭ বৎসর
১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৫৩। তাল
দাদরা। পৃষ্ঠা: ১৯৮-১৯৯ ]
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৬
(জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩)।
এন ৯৭৩২। শিল্পী: মিস প্রমোদা।
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
দ্রুত
দাদরা
- গ্রহস্বর: র্গা