বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:		আমি  মূলতানী গাই  
		
			
				
					
						আমি  মূলতানী গাই
						শ্রোতারা বাছুর সম মুখপানে চেয়ে মম
ঘন ঘন তোলে হাই॥
						জাপটে সুরের দাড়ি
শ্বশুরের দাড়ি, ভাসুরের দাড়ি
          সাপটে তান মারি- আ - আ - আ 
						
          জাপ্টে সুরের দাড়ি
          সাপটে তান মারি
গমকে ধমক দেই, মীড়ের মাড় চটকাই॥
						হায় হায় রে হায় -
বোলতানে আবোল-তাবোল তানে খেলি হা-ডু-ডু
কিত্- কিত্ - হা-ডু-ডু- হা -ডু-ডু -কিত্ -কিত্ কিত্-কিত্
          মোড়-মোড়-মোড় - 
						
আমি    বাটের চাট মেরে সুরে করি চিত
আমি    তালের সিঙ্ দিয়ে বেদম গুতাই॥
						মোর    মুখের হা দেখে হিপোপটেমাস
          আফ্রিকার জঙ্গলে ভয়ে করে বাস
আমি    যত নাহি গাই তার অধিক রাগাই॥       
						
					
				
			
	- 
	রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর 
(অগ্রহায়ণ-পৌষ 
	১৩৪৭) মাসে সেনোলা রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। 
		এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস। 
 
- রেকর্ড: সেনোলা  [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)।
	কিউএস ৫০২। শিল্পী: বরদা গুহ
 
- স্বরলিপিকার ও স্বরলিপি:
	
	
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: হাসির গান
- সুরাঙ্গ: 
		স্বকীয় বৈশিষ্টের সুর