বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঘন দেয়া গরজায় গো
ঘন দেয়া গরজায় গো- কেঁদে ফেরে পুবালি বায়॥
একা ঘরে মম ডর লাগে, কার বিধুর স্মৃতি মনে জাগে,
বারি ধারে কাঁদে চারিধার, সে কোথায় আজি সে কোথায়॥
গগনে বরষে বারি, তৃষ্ণা গেল না তবু আমারি,
কোন্ দূর দেশে প্রিয়তম এ বিধুর বরষায়॥
-
ভাবার্থ: প্রেম ও প্রকৃতির যুগলবন্দীতে বাঁধা এই গানে উপস্থাপিত হয়েছে-
বর্ষার চিরন্তনরূপ আর প্রণয়ের শৃঙ্গার রসে সিক্ত বিরহের রূপ।
ঘন বর্ষার গর্জনে ভয়বিহ্বল ক্রন্দসী পূবালি বাতাসের সাথে- একা ঘরে বিরহিণীর মনে
অজানা শঙ্কা জাগে, তার স্মৃতিতে জেগে ওঠে তাঁর বিগত প্রেমের কথা। সে বর্ষার পূবালি
বাতাসের পরশে বিরহবেদনায় কাতর।
এই বিরহিণী বর্ষার অবিরাম বর্ষণের ভিতরে- তার বেদনঘন সজল ক্রন্দনের ছবি অনুভব করে।
পূবালি বাতাসের হা হা শব্দে এই বিরহিণীর মনে জেগে ওঠে হাহাকার। প্রকৃতির গগনে
অফুরন্ত জল, কিন্তু বিরহিণীর মনোলোক প্রেমহীন শুষ্ক মরুভূমির মতো। তাই তার প্রেমহীন
নীরস মন তৃষ্ণার্তই রয়ে যায়। এমন বেদনবিধুর বর্ষায় কোন দূরদেশে রয়েছে তার প্রিয়তম,
সে তার প্রেমলোককে প্রণয়-সরস করে তোলে না বলেই বিরহিণীর এই হাহাকার।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র -আশ্বিন ১৩৪৭) মাসে,
এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর
৩ মাস।
- রেকর্ড: এইচএমভি
। সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র -আশ্বিন ১৩৪৭)। এন
২৭০০৪। শিল্পী: দীপালি তালুকদার
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের
৫০৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৫৬।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্টের সুর