বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:
মোরে মায়ার ডোরে বাঁধিস যদি মা
মোরে মায়ার ডোরে বাঁধিস যদি মা
তোরেই সে ডোর খুলতে হবে।
খুলিয়া মায়া ডোর মুছিবি আঁখি লোর
(আমি) আকুল হয়ে মা কাঁদব যবে॥
ওমা তোর কালী নাম যখনই মনে হয়
মনের কালিমা অমনি হয় লয়,
অভাবে দুঃখে শোকে আমার কীবা ভয়;
আমি যে গর্ব করি তোরই গরবে॥
শত অপরাধ করে দিনের খেলায়
ছুটে আসি তোর কোলে সন্ধ্যাবেলায়;
সংসার পথে মা মাখি যতই ধূলি,
মুছিয়ে রাঙা হাতে কোলে নিবি তুলি।
আমি সেই ভরসাতে মা হাসি খেলি ভবে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৪৪ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৫১)
মাসে, এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৫ বৎসর ৪ মাস।
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান
সংখ্যা
২০৯৭। পৃষ্ঠা:
৬৩২
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৪৪ (আশ্বিন-কার্তিক ১৩৫১)]। এন ২৭৪৮২।
শিল্পী: মৃণালকান্তি ঘোষ
- সুরকার: চিত্ত রায়
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু, শাক্ত]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
দাদরা
- গ্রহস্বর: র্সা