বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে
তাল: কাহার্বা
দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে।
কে জানে কখন নিয়ে যাবে গোরে মাটি দিতে রে॥
পাঁচ ভূতে আর
চোরে মিলে
রোজগার মোর
কেড়ে নিলে;
এখন কেউ নাই রে পারে যাবার দুটো কড়ি দিতে রে॥
রাত্রি শুয়ে আবার যে ভাই উঠ্ব সকাল বেলা,
বলতে কি কেউ পারি তবু খেলি মোহের খেলা।
বাদ্শা আমির
ফকির কত
এলো আবার হলো
গত রে;
দেখেও বারেক আল্লার নাম জাগে নাকো চিতে।
এবার বসবি কবে ও ভোলা মন আল্লার তস্বিতে রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন
১৩৪৭) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৩ মাস।
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)]। এফটি ১৩৪৩৪। শিল্পী:
আব্বাসউদ্দীন আহমদ।
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্টের সুর