বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: কেন তুমি কাঁদাও মোরে
	
		
			            তাল: 
	কাহার্বা
কেন তুমি কাঁদাও মোরে, হে মদিনাওয়ালা!
অবরোধবাসিনী আমি কুলের কুলবালা॥
ঈদের চাঁদের ইশারাতে কেন ডাক নিঝুম রাতে,
হাসিন ইউসুফ! জুলেখারে কত দিবে জ্বালা॥
একি লিপি পাঠালে নাথ কোরানের আয়াতে
			—
পড়তে গিয়ে অশ্রু-বাদল নামে আঁখি পাতে।
বাজিয়ে শাহাদতের বাঁশি কেন ডাক নিত্য আসি';
হাজার বছর আগে তোমায় দিয়েছি তো মালা॥
		
	
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
		কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৩) 
মাসে,  এইচএমভি রেকর্ড কোম্পানি 
		গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৮ মাস।
 
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর 
	৪৪০ সংখ্যক গান। 
			পৃষ্ঠা: ১৬৫।
 
- 
	রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৭ খ্রিষ্টাব্দ (মাঘ-ফাল্গুন ১৩৪৩)]। এন 
	৯৮৫৬। শিল্পী 
	সাকিনা বেগম।
- 
সুরকার: কমল দাশগুপ্ত
- স্বরলিপিকার ও স্বরলিপি:
	
	
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: 
		স্বকীয় বৈশিষ্টের সুর