বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বেলা প'ড়ে এলো জল্কে সই চল্ চল্
বেলা প'ড়ে এলো জল্কে সই চল্ চল্
ডাকিছে ওই তটিনী ছল্ ছল্॥
বকের সারিকার মালিকা দুলিয়ে
আসিছে সাঁঝ ওই চিকুর এলিয়ে
আকাশের কোলে শিশু শশীরে ঐ
দেখিতে আসিছে তারকা দলে দল॥
কমলিনীর মলিন মুখ
হাসে জলে শাপলা শালুক
বনের পথ হল আঁধার
জোনাকী ওই চমকে ঝলমল্॥
- ভাবার্থ: দিনের শেষ প্রহরের পড়ন্ত বিকেলের বিষণ্ণরূপ এই গানে উপস্থাপিত
হয়েছে। বেলাশেষে উজ্জ্বল দিনের আলো নিভে যেতে যেতে- অাসন্ন সন্ধ্যার পূর্বাভাষে
প্রকৃতিতে নেমে আসে নিষ্প্রভ বিষণ্ণতা। সন্ধ্যার সুরে ধ্বনি হয় বেলাশেষের নদীর ছল্
ছ্ল ধ্বনি, তাই দ্রত জল নিয়ে ঘরে যাবার তাড়না সখির উদ্দেশ্যে।
আসন্ন সন্ধ্যা আসে তার কালো চুল এলিয়ে দিয়ে। আকাশে মালার মতো বকের সারি উড়ে চলে
রাতের আশ্রয়ের জন্য। সন্ধ্যার প্রারম্ভে চাঁদের দেখা মেলে। সারারাত তার যাপিত সময়।
তাই আসন্ন সন্ধ্যার চাঁদকে কবি শিশু চাঁদ নামে অভিহিত করেছেন। আর তাকে দেখার জন্য
আকাশের তারাগুলো যেন হাজির হয় দূর আকাশের কোলে। দিনের শেষে ম্লান হয়ে যায় পদ্মের
মুখশ্রী, কিন্তু উজ্জ্বল হয়ে উঠে শাপলা শালুক। সন্ধ্যার অন্ধকারের ছায়া পড়ে বন পথে,
আর সে অন্ধকারের বুকে ঝলমল আলোর রৌশনাই ছড়ায় জোনাকীরা।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র
১৩৪০-বৈশাখ ১৩৪১) মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। একই মাসে
গীতি-শতদল
সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে । এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। খাম্বাজ-খেমটা]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ২৮। খাম্বাজ-খেমটা। পৃষ্ঠা
২৯৯-৩০০]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৯৪৪। রাগ
: খাম্বাজ,
তাল : দ্রুত-দাদ্রা। পৃষ্ঠা: ২৯০]
- রেকর্ড:
মেগাফোন [এপ্রিল
১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]। জেএনজি
১১০। শিল্পী: শ্রীমতী
শ্বেতাঙ্গিনী (খেঁদী)।
এর জুড়ি গান:
শিউলি তলায় ভোর বেলায় [তথ্য]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, জাগতিক, সন্ধ্যা
-
সুরাঙ্গ: পাশ্চাত্য অর্কেস্ট্রা