নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
পঞ্চত্রিংশ খণ্ড
নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল একুশে বই মেলা ২০১৩। এই গ্রন্থটির অনুমোদন করেছিল,
সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য,
এই পরিষদের সভাপতি ছিলেন সোহরাব হোসেন। পরিষদের অন্যান্য সদস্যরা
ছিলেন
সুধীন দাশ,
ফেরদৌসী রহমান,
এস.এম. আহসান মুর্শেদ,
খালিদ হোসেন, শবনম মুশতারী এবং
নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি-পঞ্চম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন
এস.এম. আহসান মুর্শেদ। গ্রন্থটিতে মোট ২৫টি
গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
- ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- এ কি এ মধু শ্যাম বিরহে [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে [নজরুল
ইসলাম] [তথ্য]
[নমুনা]
- ঐ ঘর ভোলানো সুরে [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- ওগো মা ফাতেমা ছুটে আয় [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- কাহার তরে হায় নিশিদিন কাঁদে [নজরুল
ইসলাম] [তথ্য]
[নমুনা]
- গভীর নিশীথে ঘুম ভেঙে যায় [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- চল্ চল্ চল্ চল্ চল্ চল্ (ঊর্ধ্বগগনে) [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- চুড়ির তালে নুড়ির মালা [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- ঝরলো যে ফুল ফোটার আগেই [নজরুল
ইসলাম] [তথ্য]][নমুনা]
- ডেকে ডেকে কেন তারে [নজরুল
ইসলাম] [তথ্য]
[নমুনা]
- দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি [তথ্য][নমুনা]
- নদীর নাম সই অঞ্জনা [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- নিশি ভোর হল জাগিয়া
[তথ্য]
[নমুনা]
- পদ্মদীঘির ধারে ধারে [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- পিউ পিউ পিউ বোলে পাপিয়া [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- প্রিয় তব গলে দোলে যে হার [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- ফিরে নাহি এলে প্রিয় [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- ফোরাতের পানিতে নেমে [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- বেলা পড়ে এলো জল্কে সই চল্ চল্ [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- সখি লো তায় আন্ ডেকে [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- সদা মন চাহে মদিনা যাব
[নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- সেই রবিয়ল আউয়ালেরই চাঁদ এসেছে ফিরে [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]
- হে পার্থসারথী ! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ [নজরুল
ইসলাম] [তথ্য][নমুনা]