বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ডেকে ডেকে কেন তারে ভাঙালি ঘুমের ঘোর
রাগ: ভৈরবী, তাল: কাহার্বা
ডেকে ডেকে কেন তারে ভাঙালি ঘুমের ঘোর
কেন ভাঙালি
স্বপনে মোর এসেছিল, সখি, স্বপন কুমার মনচোর
কেন ভাঙালি ঘুমের ঘোর॥
সে যেন লো পাশে ব'সে কহিল হেসে হেসে
'যাব না আর পরদেশে, সখি, মোছ মোছ আঁখিলোর' ॥
দেখালো তার হৃদয় খুলি', কহিল : 'হের প্রিয়ে
তোমার অধিক ব্যথা হেথায় তোমারে ব্যথা দিয়ে।'
জানি না মোর হিয়ার চেয়েও অধিক ক্ষত তার হৃদয়
সে হৃদয়ে আমার ছবি, সকল হিয়া আমি-ময়।
তাহার জীবন-মালারি মাঝে, সখি, আমি যেন সোনার ডোর॥
আমি কহিনু, বুঝেছি সখা তোমার এ দুখ দেওয়ার ছল,
ভালোবাসার ফুল না শুকায় তুমি তাই চাহ মোর চোখেরই জল'।
জেগে দেখি কেঁদে কেঁদে, সখি, ভিজেছে বুকের আঁচল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই
১৯৩২) মাসে প্রকাশিত '
সুর-সাকী'
গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
-
গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)] [সুর-সাকী ৩১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা
একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ
১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩১। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা: ২৪০-২৪১]
- রেকর্ড: এইচএমভি
[অক্টোবর ১৯৩২ (আশ্বিন-১৪ কার্তিক
১৩৩৯)। পি ১১৭৫৪। শিল্পী:
ইন্দুবালা।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
এস.এম. আহসান মুর্শেদ ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৫শ খণ্ড)
[একুশে
বই মেলা ২০১৩। নজরুল ইন্সটিটিউট, ঢাকা]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: গজলাঙ্গ