সুর-সাকী

কাজী নজরুল ইসলামের রচিত একটি সঙ্গীত সংকলন। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুলাই (১৭ আষাঢ়- ১৫ শ্রাবণ ১৩৩৯) মাসে নজরুলের গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটির প্রকাশক: 'শরচ্চন্দ্র চক্রবর্তী অ্যান্ড সন্স, মানিকতলা স্পার, কলকাতা। মুদ্রাকর: শ্রীক্ষেত্রমোহন দালাল (কালিকা প্রেস, ২১ নং নন্দকুমার চৌধুরী লেন, কলিকাতা)। পৃষ্ঠা: ৮+১০৪। দাম ছিল ১.৫০।

এই গ্রন্থে অন্তর্ভুক্ত 'গানগুলি মোর আহত পাখির সম' ও 'প্রিয় তুমি কোথায় আজি' ১৩৩৮ বঙ্গাব্দের বৈশাখ-আষাঢ় সংখ্যায় (১৩৩১ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের গানগুলোর সুনির্দিষ্ট প্রকাশকাল জানা যায় না। এর কিছু গান গ্রন্থাকারে প্রকাশের আগেই কোনো কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আবার কিছু গান কোনো রেকর্ডে ধারণ করা হয়েছিল। বাকি গানগুলো  'সুর-সাকী' গ্রন্থটি প্রকাশের অল্পপূর্বে রচিত হয়েছিল বলে অনুমান করা যায়। নিচে গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা তুলে ধরা হলো-
  1. আকুল হলি কেন বকুল বনের পাখি [সুর-সাকী ৩৩] [তথ্য]
  2. আজ ভারতের নব আগমনী [সুর-সাকী ৮৪] [তথ্য]
  3. আজ শেফালির গায়ে হলুদ [সুর-সাকী ২০] [তথ্য]
  4. আজকে দোলের হিন্দোলায় [সুর-সাকী ৩৮] [তথ্য]
  5. আজি গানে গানে ঢাক্‌ব আমার [সুর-সাকী ৪] [তথ্য]
  6. আজি দোল ফাগুনের দোল লেগেছে [সুর-সাকী ১৮, ৬২] [তথ্য]
  7. আজিকে তনু মনে লেগেছে রঙ [সুর-সাকী ৬১] [তথ্য]
  8. আনমনে জল নিতে ভাসিল গাগরি [সুর-সাকী ৩৪] [তথ্য]
  9. আনো সাকি শিরাজি [সুর-সাকী ১৫] [তথ্য]
  10. আমার নয়নে নয়ন রাখি [সুর-সাকী ১০]  [তথ্য]
  11. আমার শ্যামলা বরণ (শ্যামলা-বরণ বাংলা মায়ের)[সুর-সাকী ৬৫] [তথ্য]
  12. আমার সোনার হিন্দুস্থান [সুর-সাকী ৬৪] [তথ্য]
  13. আমার হরিনামে রুচি [সুর-সাকী ৯৬] [তথ্য]
  14. আমি কেন হেরিলাম নবঘনশ্যাম [সুর-সাকী ৫৫] [তথ্য]
  15. আমি দেখন-হাসি [সুর-সাকী ৯৪] [গান-৮৮৭] [তথ্য]
  16. আয় গোপিনী খেলবি হোরি [সুর-সাকী ৩৫] [তথ্য]
  17. উদার ভারত! সকল মানবে [সুর-সাকী ৮৩] [তথ্য]
  18. এ জনমে মোদের মিলন [সুর-সাকী ৪৬] [তথ্য]
  19. একি সুরে (কোন্‌ সুরে) তুমি গান শুনালে [সুর-সাকী ৬০] [তথ্য]
  20. একি হাড়-ভাঙা শীত এলো মামা [সুর-সাকী ৭৩] [তথ্য]
  21. একেলা গোরী জল্‌কে চলে গঙ্গাতীর [সুর-সাকী ৪০] [তথ্য]
  22. এলো ফুলের মরশুম [সুর-সাকী ১২]  [তথ্য]
  23. এসো মা ভারত-জননী আবার [সুর-সাকী ৫১] [তথ্য]
  24. ঐ ঘর ভোলানো সুরে [সুর-সাকী ৩২] [তথ্য]
  25. ও কূল-ভাঙা নদী রে [সুর-সাকী ৪৯] [তথ্য]
  26. কত আর এ মন্দির দ্বার [সুর-সাকী ৭] [তথ্য]
  27. কত সে জনম কত সে লোক [সুর-সাকী ৫]  [তথ্য]
  28. কহ প্রিয়ে, কেমনে এ রাতি কাটাই [সুর-সাকী ৯১] [তথ্য]
  29. কাহার তরে হায় নিশিদিন কাঁদে [সুর-সাকী ৬২] [তথ্য]
  30. কুঁচবরণ কন্যা রে তার [সুর-সাকী ৫০] [তথ্য]
  31. কে এলে মোর চিরচেনা (কে এলে গো)  [তথ্য]
  32. কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি [সুর-সাকী ৬] [তথ্য]
  33. কে পাঠালে লিপির দূতী [সুর-সাকী ৮] [তথ্য]
  34. কেরানী আর গরুর কাঁধ সুর-সাকী ৮৮] [তথ্য]
  35. ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায় [সুর-সাকী ৭৩] [তথ্য]
  36. গানগুলি মোর আহত পাখির সম [সুর-সাকী ১]  [তথ্য]
  37. গেরুয়া-রঙ মেঠো পথে [সুর-সাকী ৬৮] [তথ্য]
  38. গোলাপ ফুলের কাঁটা আছে [সুর-সাকী ১৭] [তথ্য]
  39. চাঁদনী রাতে কানন সভাতে [সুর-সাকী ৩৯] [তথ্য]
  40. চাঁপা রঙের শাড়ি আমার [সুর-সাকী ৩৬] [তথ্য]
  41. ছলছল নয়নে মোর পানে চেয়ো না [সুর-সাকী ১৪] [তথ্য]
  42. ছিটাইয়া ঝাল নুন এলো ফাল্গুন মাস  [সুর-সাকী ৯০] [তথ্য]
  43. জাগো শ্যামা জাগো শ্যামা [সুর-সাকী ৭১] [তথ্য]
  44. ডেকে ডেকে কেন তারে [সুর-সাকী ৩১] [তথ্য]
  45. ঢল ঢল তব নয়ন-কমল কাজল [সুর-সাকী ২৪] [তথ্য]
  46. ঢের কেঁদেছি ঢের সেধেছি [সুর-সাকী ৪৪] [তথ্য]
  47. তুমি কোন্‌ পথে এলে হে মায়াবী কবি [সুর-সাকী ৫৭] [তথ্য]
  48. তোমায় আমায় মিল খেয়েছে ও প্রেয়সী [সুর-সাকী ৯০] [তথ্য]
  49. তোমার আঁখির কসম সাকি (মদির আঁখির সুধায় সাকী)[সুর-সাকী ২৫] [তথ্য]
  50. তোরা যা লো সখি মথুরাতে [সুর-সাকী ৭০] [তথ্য]
  51. ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে [সুর-সাকী ৮৩] [তথ্য]
  52. থাক সুন্দর ভুল আমার [সুর-সাকী ৫৮] [তথ্য]
  53. দিল দোলা ওগো দিল দোলা [সুর-সাক ৭৮] [তথ্য]
  54. দুঃখ সাগর মন্থন শেষ [সুর-সাকী ৫২] [তথ্য]
  55. নদী এই মিনতি তোমার কাছে [সুর-সাকী ৪৮] [তথ্য]
  56. না মিটিতে মনোসাধ [সুর-সাকী ৫৬] [তথ্য]
  57. নাইয়া! ধীরে চালাও তরণী [সুর-সাকী ৮৫] [তথ্য]
  58. নাচন লাগে ঐ তরুলতায় [সুর-সাকী ৭৭] [তথ্য]
  59. নিরালা কানন-পথে কে তুমি [সুর-সাকী ১১] [তথ্য]
  60. পায়ে বিঁধেছে কাঁটা [সুর-সাকী ২৩] [তথ্য]
  61. পিয়া গেছে কবে পরদেশ [সুর-সাকী ৪১] [তথ্য]
  62. প্রিয় তব গলে দোলে যে হার [সুর-সাকী ১৩] [তথ্য]
  63. প্রিয় তুমি কোথায় আজি [সুর-সাকী ২]  [তথ্য]
  64. প্রিয়ার চেয়ে শালি ভালো (এই) গিন্নীর চেয়ে শালী ভালো[সুর-সাকী ৮৬] [তথ্য]
  65. ফুল-ফাগুনের এলো মরশুম [সুর-সাকী ৯][গান-১৫৬৫] [তথ্য]
  66. বাজায়ে কাঁচের চুড়ি [সুর-সাকী ৫৩] [তথ্য]
  67. বিঁধে গেল তীর তিরছ তার চাহনি [সুর-সাকী ১৬] [তথ্য]
  68. বিজলি চাহিনী কাজল কালো নয়নে [সুর-সাকী ৭১] [তথ্য]
  69. বিদায় সন্ধ্যা আসিল ঐ [সুর-সাকী ৩] [তথ্য]
  70. বিরহের গুলবাগে মোর [সুর-সাকী ২৬] [তথ্য]
  71. বিরহের নিশি কিছুতে আর [সুর-সাকী ৪৩] [তথ্য]
  72. বুকের ভিতরে জ্বলেছে আগুন (আমার) [সুর-সাকী ৯৩] [তথ্য]
  73. ভুলিতে পারিনে তাই [সুর-সাকী ২৭] [তথ্য]
  74. মন কার কথা ভেবে [সুর-সাকী ৫৪] [তথ্য]
  75. মা ষষ্ঠী গো,তোর গুষ্টির পায়ে [সুর-সাকী ৭৮] [তথ্য]
  76. মানবতাহীন ভারত শ্মশানে [সুর-সাকী ৮২] [তথ্য]
  77. মোর হৃদি-ব্যথার কেউ সাথী নাহি [সুর-সাকী ৭৪] [তথ্য]
  78. মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু- মুসলমান [সুর-সাকী ৮১] [তথ্য]
  79. যে ব্যথায় এ অন্তরতল [সুর-সাকী ২৮] [তথ্য]
  80. রামছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে  [সুর-সাকী ৯৫] [তথ্য]
  81. লক্ষ্মী মা তুই ওঠ্‌ গো আবার [সুর-সাকী ৬৭] [তথ্য]
  82. শা আর শুড়ি মিলে [সুর-সাকী ৮৮] [তথ্য]
  83. শূন্য আজি গুলবাগিচা [সুর-সাকী ২১] [তথ্য]
  84. শ্যামের সাথে চল সখি (চল সখি খেলি সবে)[সুর-সাকী ৩৭] [তথ্য]
  85. সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে [সুর-সাকী ২২] [তথ্য]
  86. সখি ঐ শোনো বাঁশি বাজে [সুর-সাকী ৪২] [তথ্য]
  87. সখি লো তায় আন্‌ ডেকে [সুর-সাকী ২৯] [তথ্য]
  88. সাগর হতে চুরি [সুর-সাকী ৭৫] [তথ্য]
  89. সাত ভাই চম্পা জাগো রে [সুর-সাকী ৬৭] [তথ্য]
  90. সামলে চলো পিছল পথ গোরী [সুর-সাকী ৬৩] [তথ্য]
  91. সুরের ধারার পাগল -ঝোরা [সুর-সাকী ৭৬] [তথ্য]
  92. সে চ'লে গেছে ব'লে কি গো [সুর-সাকী ৪৫] [তথ্য]
  93. হায় স্মরণে আসো গো অতীত কথা [সুর-সাকী ৪৭] [তথ্য]
  94. হারানো হিয়ার নিকুঞ্জ পথে [সুর-সাকী ৩০] [তথ্য]
  95. হিন্দু -মুসলমান দুটি ভাই ভারতের [সুর-সাকী ৮০] [তথ্য]
  96. হৃদয় কেন চাহে হৃদয় [সুর-সাকী ১৯] [তথ্য]
  97. হেনে গেল (বিঁধে গেল) তীর তিরছ তার চাহনি [সুর-সাকী ১৬] [তথ্য]