বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
আমার বুকের ভেতর জ্বলছে আগুন
রাগ; ভৈরবী, তাল: দাদ্রা
আমার বুকের ভেতর জ্বলছে আগুন, দমকল ডাক ওলো সই।
শিগ্গির ফোন কর বঁধুরে, নইলে পুড়ে ভস্ম হই॥
অনুরাগ দিশ্লাই
নিয়ে
চোখের লম্প
জ্বালতে গিয়ে,
আমার প্রাণের খোড়ো ঘরে লাগল আগুন ওই লো ওই॥
প্রেমের
কেরোসিন যে এত
অল্পে জ্বলে
জানিনে তো,
কি দাবানল জ্বলছে বুকে জানবে না কেউ আমা বই॥
প্রণয় প্রীতির
তোষক গদি
রক্ষে করতে
চায় সে যদি
মনে ক’রে আনতে বলিস (তারে) আদর সোহাগ বালতি মই॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ
১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৯৩ সংখ্যক গান। কাফি-ঝাঁপতাল। পৃষ্ঠা ২৮১-২৮২]
- রেকর্ড: এইচএমভি। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)]। এন ৭২৪৯। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, পঁচিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র, ১৪১২/আগস্ট
২০০৫ খ্রিষ্টাব্দ] তৃতীয় গান।
[নমুনা]
- সুরকার:
নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: হাসির গান
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী (লঘু)
- রাগ:
ভৈরবী
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা