বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি
 
	
		
শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি।
রঙ নে, রঙ দে, মদির আনন্দে, আয় লো বৃন্দাবনী গোরী॥
আয় চপল যৌবন-মদে মাতি অল্প-বয়সী কিশোরী॥
রঙ্গিলা গালে তাম্বুল-রাঙা ঠোঁটে হিঙ্গুল রঙ লহ ভরি;
ভুরু-ভঙ্গিমা সাথে রঙ্গিম হাসি পড়ুক মুহু মুহু ঝরি'॥
আগুন-রাঙা ফুলে ফাগুন লাগে লাল,
কৃষ্ণচূড়ার পাশে অশোক গালে-গাল।
আকুল করে ডাকি' বকুল বনের পাখি,
যমুনার জল লাল হ'ল আজ আবির, ফাগের রঙে ভরি॥১
১. শ্যাম অঙ্গ আজি রঙে রঙে রাঙা হয়ে কি শোভা ধরেছে মরি! মরি!!
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
	কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত '
	সুর-সাকী' 
	গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
		এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর ১ মাস।
 
- গ্রন্থ:
	
		- সুর-সাকী
			- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)] 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, 
			ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩৭। পিলু-হোরি। পৃষ্ঠা: ২৪৪]
 
- নজরুল-সঙ্গীত 
	সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: পিলু 
	। গান সংখ্যা ৩০৩১। পৃষ্ঠা: ৯২৭]
 
	- রেকর্ড:
		- এইচএমভি [মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)]। এন ৭০৮৬ শিল্পী: মানিকমালা
- কলম্বিয়া [মার্চ ১৯৪৯ (ফাল্গুন-চৈত্র ১৩৫৫)]। জিই 
		৭৪৬২। শিল্পী: কলম্বিয়া হোলি সঙ্ঘ (রাধারাণী, গৌরীকেদার ভট্টাচার্য ও পূরবী দেবী)।
 
 
- স্বরলিপিকার ও স্বরলিপি:
	
    
- পর্যায়
	  
	  
	    - বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- রাগ:
		পিলু
- সুরাঙ্গ: হোরি/হোলি
		
- তাল: 
		কাহারবা
- গ্রহস্বর: সা