নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
আটত্রিশতম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক পুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভাপতি ছিলেন সুধীন দাশপরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ, খালিদ হোসেন, সেলিনা হোসেন এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি-আটত্রিশতম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সেলিনা হোসেন গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. অঝোর ধারায় বর্ষা ঝরে  [তথ্য] [নমুনা]
  2. এ জনমে মোদের মিলন [তথ্য] [নমুনা]
  3. ও মন চল অকূল পানে [তথ্য] [নমুনা]
  4. ওমা দনুজ-দলনী মহাশক্তি [তথ্য] [নমুনা]
  5. ওগো পূজার থালায় আছে আমার [তথ্য]  [নমুনা]
  6. গগনে কৃষ্ণ মেঘ দোলে [তথ্য] [নমুনা]
  7. চোখের জলে মন ভিজিয়ে যায় চলে [তথ্য] [নমুনা]
  8. জাগো কৃষ্ণকলি,জাগো কৃষ্ণকলি [তথ্য] [নমুনা]
  9. তব বাঁশরি কি হরি শুনিতে পাব না [তথ্য] [নমুনা]
  10. তুমি আঘাত দিয়ে মন ফেরাবে [তথ্য] [নমুনা]
  11. দোল ফাগুনের দোল লেগেছে [তথ্য] [নমুনা]
  12. নয়ন যে মোর বারণ মানে না [তথ্য] [নমুনা]
  13. পরাণ হরিয়া ছিলে পাশরিয়া  [তথ্য] [নমুনা]
  14. পিয়া পাপিয়া পিয়া বোলে [তথ্য] [নমুনা]
  15. বাজিয়ে বাঁশি মনের বনে [তথ্য] [নমুনা]
  16. বিদেশী অতিথি সিন্ধুপারে [তথ্য] [নমুনা]
  17. ব্যথার আগুনে হৃদয় আমার  [তথ্য]  [নমুনা]
  18. ভোল লাজ ভোল গ্লানি [তথ্য] [নমুনা]
  19. সংসারেরি দোলনাতে মা ‌[তথ্য] [নমুনা]
  20. সখি জাগো রজনী পোহায় [তথ্য] [নমুনা]
  21. সখি নাম ধ'রে কে ডাকে দুয়ারে [তথ্য] [নমুনা]
  22. সখি সেই তো পুষ্প-শোভিত হ'ল [তথ্য] [নমুনা]
  23. হেলে দুলে চলে বন -মালা গলে [তথ্য] [নমুনা]
  24. হোরির রঙ লাগে আজি [তথ্য] [নমুনা]
  25. পর জনমে যদি আসি এ ধরায় [তথ্য] [নমুনা]