বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নয়ন যে মোর বারণ মানে না
রাগ: কাফি মিশ্র, তাল: দাদরা
নয়ন যে মোর বারণ মানে না।
বারণ মানে না মন কাঁদন মানে না॥
নিশিদিন তব আশে
আছি চেয়ে পথ পাশে,
দুকূল বেয়ে সলিল আসে কাজল মানে না॥
সবার মাঝে থেকেও একা
আমি তাই তো তোমার চাই গো দেখা,
মরম যে গো, তোমায় ছাড়া কারেও জানে না॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৯ মাস।
-
গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৫০৭। পৃষ্ঠা: ৪৫৩]
- রেকর্ড:
- এইচএমভি [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮ বঙ্গাব্দ)।
পি ১১৭৪০। শিল্পী: আঙ্গুরবালা। শ্রেণি: দাদরা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: দাদরা
- রাগ:
কাফি
মিশ্র
- তাল:
দাদরা)
- গ্রহস্বর: গা