বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ও মন চল অকুল পানে, মাতি হরিপ্রেম-গুণগানে
ও মন চল অকুল পানে, মাতি হরিপ্রেম-গুণগানে।
নদী যেমন ধায় অকূলে কূল যত তায় টানে॥
তুই কোন্ পাহাড়ে এসে ঠেক্লি এসে কোন্ পাথারের জল
হরির প্রেমে গ'লে এবার সেই অসীমে চল,
তুই স্রোতের বেগে দুল্বি রে কূল-বাধা যদি হানে॥
এ পারের সব যাত্রী যাবে তোর বুকে ওপারে
তোর কূলে শ্যাম বাজিয়ে বাঁশি আস্বে অভিসারে,
শ্যামের ছবি ধর্বি বুকে মাত্বি প্রেম-তুফানে॥
- ভাবসন্ধান: এই গানে হরি তথা বিষ্ণুর মহিমা উপস্থাপন করা হয়েছে
ভক্তি মার্গে। হরি
ভক্ত কবি নিজেকেই অসীম হরির ধ্যানে মগ্ন হয়ে- হরির প্রেম ও বন্দনায় আত্ম-সমাহিত
হওয়ার বিষয় উপস্থাপন করেছেন। তাঁর আত্ম-নির্দেশ হলো- নদী যেমন কূল ভেঙে ছুটে চলে, তেমনি মনও ঈশ্বরপ্রেমে সব বাধা ভেঙে
অসীমের দিকে এগিয়ে চলুক। সংসারের কূল তাকে যতই টানুক, হরির প্রেমের অধীর হয়ে সে
নদীর মতই অকূলের পানে ছুটে চলবে। এই চলার পথে কোন পাহাড় সম বাধা হয়ে দাঁড়াব কিনা
বা, কোন দিশাহীন সাগরের জলে মিশে যাবে কিনা, সেটা মুখ্য বিষয় নয়। মূল লক্ষ্য হলো
হরির প্রেম দ্রবীভূত হয়ে সেই অসীম হরিতে বিলীন হয়ে যাওয়ার পথে সকল বাধা উপেক্ষা
করে অবিচলিতভাবে এগিয়ে যাওয়া।
সংসারের মায়া ত্যাগ করে জীবনপথের সকল যাত্রী জীবনমরনের সীমানা ছাড়িয়ে মিশে যায়
হরির সাথে। ভক্ত আসবে শ্যামের মতো বাঁশি বাজিয়ে হরির সাথে প্রেমাভিসারে। তাদের
বুকে থাকবে শ্যামের (হরি) আধ্যাত্মিক ছবি, সাধক মেতে উঠবে হরির প্রেমের উল্লাসে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)
মাসে গানটি এইএইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময়
নজরুল ইসলামের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। ভজন ('আরে দাতা শোন' সুর)। পৃষ্ঠা: ৮৪-৮৫]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। বনগীতি। গান সংখ্যা ৫৬। ভজন ('আরে দাতা শোন' সুর)। পৃষ্ঠা ২১১]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৯৮। পৃষ্ঠা:
৩৯৪]
- রেকর্ড:এইচএমভি।
[জুলাই ১৯৩২ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)]। এন ৭০১১। শিল্পী:
ধীরেন্দ্রনাথ দাস ও বীণাপাণি। এর জুড়ি গান ছিল-
- মাধব বংশীধারী বনওয়ারী [তথ্য]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। হিন্দুধর্ম, বৈষ্ণব। হরি বন্দনা
- সুরাঙ্গ: ভজন