১৯২৭ খ্রিষ্টাব্দ
'...নজরুলের প্রশিক্ষণে প্রথম প্রকাশিত নজরুল-সঙ্গীত-এর রেকর্ডে আঙ্গুরবালার গাওয়া দুটি গান ছিল, 'ভুলি কেমনে' ও 'এত জল ও কাজল', আরো ছিল নজরুলের স্বরচিত স্বকণ্ঠে আবৃত্তি 'নারী' কবিতা এবং কে. মল্লিকের গাওয়া 'বাগিচায় বুলবুলি তুই' এবং 'আমারে চোখ ইশরায় ডাক দিল হায়।' ঐ সব গান ও আবৃত্তির রেকর্ড হয়েছিল ১৯২৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসের দিকে আর প্রকাশিত হয়েছিল শেষ দিকে।এই প্রশিক্ষণের সূত্রে নজরুলের রচিত চারটি গান- ধীরেন্দ্রনাথ নজরুলের কাছ থেকে শিখে নিয়ে, তা আঙ্গুরবালা ও কাসেম মল্লিক-কে শিখিয়েছিলেন। এই গানগুলো সম্ভবত রেকর্ড হয়েছিল এপ্রিল মাসে। তবে বিক্রয়ের জন্য প্রকাশিত হয়েছিল জুলাই ও সেপ্টেম্বর মাসে। নজরুলের রেকর্ডে প্রকাশিত গানের তালিকায় এই দুটি গান ছিল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। উল্লেখ্য আগে নজরুলের গানের দুটি রেকর্ড প্রকাশিত হয়েছিল- হরেন্দ্রনাথ দত্তের কণ্ঠে।
১৯৩২ খ্রিষ্টাব্দ'অধুনালুপ্ত ম্যাডান থিয়েটার্স লিমিটেড প্রযোজিত 'বিষ্ণুমায়া' ও 'প্রহ্লাদ চরিত্র' নামক দুইখানা পৌরাণিক চিত্রে কাজী নজরুল রচিত কয়েকটি অতি সুখশ্রাব্য গীত তাহার সতীর্থ ও অনুরাগী শ্রীধীরেন্দ্র নাথ দাসের কণ্ঠে গীত হইয়া যে মোহন মায়াজাল রচনা করিয়াছিলেন, তাহা আজ ৩৭ বৎসর পরেও আমাদের কানে ধ্বনিত হইতেছে।'
এই মাসেই নজরুলের রচিত দুটি ভাটিয়ালি সুরের গান এইচএমভি থেকে প্রকাশিত হয়েছিল। গান দুটি হলো
১৯৩২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (১৬ ভাদ্র-১৫ আশ্বিন ১৩৩৯) মাসে নজরুল ইসলাম-এর রচিত এই দুটি গানের রেকর্ডে প্রকাশিত হয়েছিল। দুটি গানের শিল্পীই ছিলেন ধীরেনদাস। এই বছরের ডিসেম্বর মাসে তাঁর আরও একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। নিচে এই দুটি রেকর্ডে প্রকাশিত ৪টি গানের তালিকা দেওয়া হলো।
- রাধা কৃষ্ণ বল মুখে রাধা কৃষ্ণ বল।
- জ্বরা মরণের তিমির গগনে
রেকর্ড
এছাড়া এই মাসে রেকর্ডে বীণাপাণি'র সাথে দুটি দ্বৈত সঙ্গীত গেয়েছিলেন গান দুটি হলো-
রেকর্ড
ধীরেন দাসের গাওয়া দুটি গানের সুর করেছিলেন নজরুল ইসলাম। গান দুটি হলো-'রেকর্ড-জগতে গীত-শিল্পী ধীরেন দাসের মত সত্ব্বতোমুখী প্রতিভা-সম্পন্ন দ্বিধীয় ব্যক্তি খুঁজিয়া পাওয়া কঠিন। ইঁহার গানে, অভিনয়ে-সকল কিছুতে- যে গভীর রসজ্ঞানের পরিচয় পাই, তাহা অনন্যসাধারণ। ইঁহার গান প্রাণের স্পর্শে জীবন্ হইয়া চক্ষের সম্মুখে যেন মূর্ত্তি ধরিয়া ওঠে। এই ভক্তি-বিহ্বলতা এই রেকর্ডটীর রেখায় রেখায় যেন ফুটিয়া উঠিয়াছে। সঙ্গীতের চুল-চেরা হিসাব যাঁহারা করেন, এ গান তাহাদের জন্য নয়। সঙ্গীতে প্রাণের স্বতঃস্ফূর্তর তরে চিত্ত যাঁদের পিপাসিত, এ ভক্তির নৈবেদ্য তাঁহাদেরই জন্য।'
১৯৩৭ খ্রিষ্টাব্দ
১৯৩৮ খ্রিষ্টাব্দ
১৯৫৬ খ্রিষ্টাব্দে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন। তারপর তিনি পঙ্গু
অবস্থায় দীর্ঘদীন শয্যাশায়ী ছিলেন। ১৯৬১ খ্রিষ্টাব্দের ২৫ নভেম্বর মৃত্যুবরণ করেন।
রেকরডে তাঁর গাওয়া নজরুল সঙ্গীতের বর্ণানুক্রমিক তালিকা