বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: মোর বেদনার কারাগারে জাগো
মোর বেদনার কারাগারে জাগো, জাগো-
বেদনাহারী হে মুরারি।
অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো
হে কৃষ্ণ গিরিধারী॥
ব্যথিত এ চিত দেবকীর সম মূর্ছিত পাষাণেরি ভারে
ডাকে প্রাণ-যাদব, এসো এসো মাধব উথলিছে প্রেম আঁখিবারি
মুরারি উথলিছে প্রেম আঁখিবারি॥
হৃদয়-ব্রজে মম ভক্তি প্রীতি জাগিয়া আছে আশায়,
কদম্ব ফুল সম উঠিছে শিহরি' মম শ্যাম-বরষায়।
ওগো
বন্শীওয়ালা, তব না শোনা বাঁশি
শোনে অনুরাগ রাধা প্রণয় পিয়াসি;
গোপন ধ্যানের মধুবনে তব নূপুর শুনি, হে কিশোর বনচারী॥
-
রচনাকাল
ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- রেকর্ড:
এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৬ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)।
এন ৯৭৮০। শিল্পী:
ধীরেন্দ্রনাথ দাস। সুর: নজরুল ইসলাম]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩
ফাল্গুন,
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ২২ সংখ্যক গান]
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ:
ভজন [সূত্র: রেকর্ড বুলেটিন, সেপ্টেম্বর ১৯৩৬]
- তাল:
কাহারবা