নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
দশম খণ্ড
নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩
ফাল্গুন,
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দে। দ্বিতীয়
মুদ্রণ হয়, আষাঢ়, ১৪০৪ বঙ্গাব্দ/ জুন, ১৯৯৭ খ্রিষ্টাব্দে।
এই
গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯৩ সালে তৎকালীন সরকার কর্তৃক পুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত
স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন
ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন ফেরদৌসী রহমান, শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন
আহমদ, সোহরাব হোসেন,
সুধীন দাশ এবং
অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন নির্বাহী পরিচালক,
নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি-দশম খণ্ডের সমুদয় গানের
স্বরলিপি করেছেন রশিদুন্ নবী। গ্রন্থটিতে
মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া
হলো।
- আজি অলি ব্যাকুল ওই বকুলের ফুলে
[তথ্য]
[নমুনা]
- আমার আছে এই ক'খানি গান
[তথ্য]
[নমুনা]
- আমার মালায় লাগুক তোমার মধুর হাতের
[তথ্য]
[নমুনা]
- আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
[তথ্য]
[নমুনা]
- ওগো দেবতা তোমার পায়ে
[তথ্য]
[নমুনা]
- কল্মা শাহাদতে আছে খোদার জ্যোতি
[তথ্য]
[নমুনা]
- খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
[তথ্য]
[নমুনা]
- জরীণ হরফে লেখা রূপালী হরফে লেখা
[তথ্য]
[নমুনা]
- জাগো নারী জাগো বহ্নিশিখা
[তথ্য]
[নমুনা]
- জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ
[তথ্য]
[নমুনা]
- ঝড় এসেছে ঝড় এসেছে
[তথ্য]
[নমুনা]
- ঝিলের জলে কে ভাসালো
[তথ্য]
[নমুনা]
- তুমি কি আসিবে না
[তথ্য]
[নমুনা]
- দিনের সকল কাজের মাঝে
[তথ্য]
[নমুনা]
- দীপ নিভিয়াছে ঝড়ে
[তথ্য]
[নমুনা]
- দূর আজানের মধুর ধ্বনি বাজে
[তথ্য]
[নমুনা]
- দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি
[তথ্য]
[নমুনা]
- প্রিয়তম হে বিদায়
[তথ্য]
[নমুনা]
- ব্যথিত প্রাণে দানো শান্তি
[তথ্য]
[নমুনা]
- মদির আবেশে কে চলে ঢুলুঢুলু আঁখি
[তথ্য]
[নমুনা]
- মোমের পুতুল মমীর দেশের মেয়ে
[তথ্য]
[নমুনা]
- মোর বেদনার কারাগারে জাগো [তথ্য]
[নমুনা]
- মোরে ভালবাসায় ভুলিও না
[তথ্য]
[নমুনা]
- যত ফুল তত ভুল কণ্টক জাগে
[তথ্য]
[নমুনা]
- যাদের তরে এ সংসারে খাট্নু জনম-ভোর
[তথ্য]
[নমুনা]