বিষয়: 
নজরুল সঙ্গীত।
শিরোনাম:  ব্যথিত প্রাণে দানো শান্তি, চিরন্তন, ধ্রুব-জ্যোতি
	
		
		       
		তাল: কাহার্বা
		
		      ব্যথিত প্রাণে দানো শান্তি, চিরন্তন, ধ্রুব-জ্যোতি।
		      দুখ-তাপ-পীড়িত-শোকার্ত এই চিত যাচে তব সান্ত্বনা ত্রিভুবন-পতি॥
		      বেদনা যাতনা ক্লেশ মুক্ত কর, বিপদ নিবার, সব বিঘ্ন হর,
		      আঁধার পথে তুমি হাত ধরো, প্রভু অগতির গতি॥
		      সকল গ্লানি হতে হে নাথ বাঁচাও, চিত্তে অটল প্রসন্নতা দাও
		যেন সুখে ও দুখে সদানন্দে থাকি, অবিচল থাকে যেন তব পদে মতি॥
	- রচনাকাল ও স্থান: 
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর 
	(আশ্বিন-কার্তিক ১৩৪৩) 
	মাসে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর 
	৪ মাস।
 
- রেকর্ড: 
	এইচএমভি।
	অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)। এন ৯৭৮৯। শিল্পী: কুমারী পারুল সেন।
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী ।
	নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ 
ফাল্গুন, 
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ১৯ সংখ্যক গান] 
[নমুনা]
	- পর্যায়
		- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: 
		কাহারবা