বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম:
তুমি কি আসিবে না 
	
		
			         তাল দাদ্রা
			
তুমি কি আসিবে না
বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যবে হেনা॥
			            সেদিন ঘুমায়ে 
ছিল যে মুকুল
            আজি সে পূর্ণ 
বিকশিত ফুল
সেদিনের ভীরু অচেনা হৃদয় আজি হতে চায় চেনা॥
ঘন পল্লব গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা
আজিকে পুষ্প নিবেদন ল'য়ে কহিতে চায় যে কথা।
            প্রদীপ 
জ্বালায়ে আজি সন্ধ্যায়
            পথ চেয়ে আছি 
তোমারি আশায়
পূর্ণিমা-তিথি আসিল, হে চাঁদ-অতিথি আসিলে না॥
		
	
	- 
	রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন  (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
	
 
- রেকর্ড: টুইন [জুন ১৯৩৮
(জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)। এফটি ১২৪৩৫। শিল্পী: গীতা বসু। সুর: নজরুল ইসলাম]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী ।
	নজরুল 
	সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ 
ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ১৩ সংখ্যক গান]
 [নমুনা]
 
- পর্যায়
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
		স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: 
		
		দাদরা