বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: মদির আবেশে কে চলে ঢুলুঢুলু আঁখি  
	
		রাগ: পিলু মিশ্র, তাল: ফের্তা (কাহার্বা ও দ্রুত-দাদ্রা)
মদির আবেশে কে চলে ঢুলুঢুলু আঁখি।
                            
মদির কার আঁখি
হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি'॥
আল্তা-রাঙা পায়ে আল্পনা আঁকে,
পথের যত ধূলি তাই বুক পেতে থাকে,
দু'ধারে তরুলতা দেয় চরণ ফুলে ফুলে ঢাকি'॥
তা'রি চোখের চাওয়ায় গো দোলা লাগে হাওয়ায়,
তালীবন তাল দিয়ে যায় তাল-ফের্তায় দোলা লাগে হওয়ায়।
আকুল তানে গাহে বকুল-বনের পাখি॥
তারি মুখ-মদের ছিটে যোগায় ফুলে মধু মিঠে
চাঁদের জৌলুসে তাহারি রওশন্ মাখি॥
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
	কিছু জানা যায় না। 'গুলবাগিচা'
	গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
 
- গ্রন্থ:
		
			- 
			গুলবাগিচা
				- প্রথম সংস্করণ  [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পিলু মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ৫৭]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। 
				ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৫০।  পিলু মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৫৫ ]
				
 
 
- রেকর্ড:
		মেগাফোন। জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। জেএনজি ৬০। শিল্পী: মিস পটল (চীনা)।
		
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী ।
	নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ 
ফাল্গুন, 
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ২০ সংখ্যক গান] 
[নমুনা]
- পর্যায়