বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়।
	
	
		মোমের পুতুল মমীর দেশের 
মেয়ে নেচে যায়।
            
বিহবল-চঞ্চল-পায়॥
            খর্জুর-বীথির 
ধারে
            সাহারা মরুর 
পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
            উড়িয়ে ওড়না 
'লু' হাওয়ায়
            পরী-নটিনী 
নেচে যায়
            দুলে দুলে 
দূরে সুদূর॥
সুর্মা-পরা আঁখি হানে আস্মানে,
জোছনা আসে নীল আকাশে তার টানে।
            ঢেউ তুলে নীল 
দরিয়ায়
            দিল্-দরদি 
নেচে যায়
            দুলে দুলে 
দূরে সুদূর॥
	
	- 
	রচনাকাল ও স্থান: গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪) 
	মাসে, গানটি
	
	গানের মালা 
	গ্রন্থের প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
		প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের 
		বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
 
 
- গ্রন্থ:
	
	- 
	গানের মালা। 
	[প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১৬। ইজিপশিয়ান ডান্সের সুর]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন 
	২০১২। গানের মালা। 
	১৬। ইজিপশিয়ান ডান্সের সুর। পৃষ্ঠা ২০১-২০২]
 
 
- রেকর্ড: 
	এইচএমভি।
	[অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। এন ৭২৯১। শিল্পী: 
			মিস্ অণিমা (বাদল)। ইজিপ্সিয়ান নৃত্য]
 
 এর জুড়ি গান: দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি [তথ্য]
 
- বেতার: 
	জিপসিদের সঙ্গে 
	(সঙ্গীতানুষ্ঠান): [২রা মার্চ ১৯৪০
		(শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬)।
সন্ধ্যা ৬.৪৫-৮.৪০টা
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী ।
	নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ 
ফাল্গুন, 
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ২১ সংখ্যক গান] 
[নমুনা]
 
- পর্যায়
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
		মিশরীয় সুর
- তাল: 
		কাহারবা