গানের মালা
নজরুলের দশম গীতি-সংকলন।
প্রকাশকাল:
আশ্বিন
১৩৪১, অক্টোবর ১৯৩৪।
প্রকাশক: গোবিন্দপদ ভট্টাচার্য।
গুরুদাস চট্টোপাধ্যায়। এ্যান্ড সন্স, ২০৩/১/১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা।
মুদ্রণ: ভারতবর্ষ
প্রিন্টিং ওয়ার্কস ২০৩/১/১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা
থেকে শ্রীগোবিন্দচন্দ্র ভট্টাচার্য দ্বারা আর্ট কাগজে সবুজাভ রেখাচিত্রের ভিত্তির
উপর মুদ্রিত।
পৃষ্ঠা: ৪+৯৬।
দাম: দেড় টাকা।
নজরুল-সঙ্গীতের একটি সংকলন। এই গ্রন্থের মোট গানের সংখ্যা ৯৫টি।
উৎসর্গ
সূচি
- অয়ি চঞ্চল লীলায়িত দেহা [গানের মালা-৪]
[তথ্য]
- আঁখি তোলা দানো করুণা [গানের মালা-২১]
[তথ্য]
- আঁধার রাতের তিমির দুলে [গানের মালা-৬৮]
[তথ্য]
- আজ নিশীথে অভিসার [গানের মালা-৮]
[তথ্য]
- আগের মত আমের ডালে [গানের মালা-৭৩]
[তথ্য]
- আধখানা চাঁদ হাসিছে আকাশে [গানের মালা-১৯]
[তথ্য]
- আধো আধো বোল্ লাজে [গানের মালা -২]
[তথ্য]
- আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায় [গানের মালা -৭৬]
[তথ্য]
- আমি অলস উদাস আন্মনা [গানের মালা-৩২]
[তথ্য]
- আমি ময়নামতীর শাড়ি দেব [গানের মালা -২৯]
[তথ্য]
- আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি [গানের মালা-১]
[তথ্য]
- উত্তরীয় লুটায় আমার [গানের মালা -৫৬]
[তথ্য]
-
এ কি অপরূপ রূপে মা তোমায় [গানের মালা -৩৭]
[তথ্য]
- এলো এলো রে বৈশাখী ঝড় [গানের মালা -৬০]
[তথ্য]
- এলো ঐ বনান্তে পাগল বসন্ত [গানের মালা -৭৭]
[তথ্য]
- এলো ফুল-দোল ওরে [গানের মালা -৮৪]
[তথ্য]
- এলো শ্যামল কিশোর [গানের মালা -৫৯]
[তথ্য]
- এসো কল্যাণী চির-আয়ুষ্মতী [গানের মালা -৭৯]
[তথ্য]
- ঐ কাজল-কালো চোখ [গানের মালা -৭১]
[তথ্য]
- ও কালো বউ! যেয়ো না আর [গানের মালা -৭২]
[তথ্য]
- ওরে ও-স্রোতের ফুল [গানের মালা -৫৭]
[তথ্য]
- কলঙ্ক আর জোছনায় মেশা [গানের মালা -৬২]
[তথ্য]
- কাজরী গাহিয়া চল (কাজরী গাহিয়া এসো) [গানের মালা -৯৪]
[তথ্য]
- কার মঞ্জির রিনিঝিনি বাজে [গানের মালা -৯]
[তথ্য]
- কুঙ্কুম আবির ফাগের [গানের মালা -৮৩][তথ্য]
- কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি [গানের মালা -৩৬]
[তথ্য]
- কে পরালো মণ্ডু-মালা [গানের মালা -৪৫]
[তথ্য]
- কোয়েলা কুহু কুহু ডাকে [গানের মালা -৩৩]
[তথ্য]
- খর রৌদ্রের হোমানল জ্বালি [গানের মালা -৫৩]
[তথ্য]
- ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি [গানের মালা -৬১]
[তথ্য]
- চম্পা পারুল যূথী টগর চামেলা [গানের মালা-১৪]
[তথ্য]
- চল্ রে চপল তরুণদল বাঁধন-হারা [গানের মালা-৪২]
[তথ্য]
- চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা [গানের মালা-৮১]
[তথ্য]
- জননী মোর জন্মভূমি [গানের মালা-৪৪]
[তথ্য]
- জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী,জাগো শ্রীকৃষ্ণ [গানের মালা-৫১]
[তথ্য]
- জাগো দুস্তর পথের নবযাত্রী [গানের মালা-৮৬]
[তথ্য]
- ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান [গানের মালা-৭৫] [তথ্য]
- ঝরা ফুল-বিছানো পথে এসো বিজন-বাসিনী
[গানের মালা-৬]
[তথ্য]
- ঝরে বারি গগনে ঝুরু ঝুরু [গানের মালা-২৮]
[তথ্য]
- ডেকো না আর দূরের প্রিয়া [গানের মালা-৮৭]
তথ্য]
- তব যাবার বেলা বলে যাও [গানের মালা-২৫]
[তথ্য]
- তরুণ অশান্ত কে বিরহী [গানের মালা-২৬]
[তথ্য]
- তরুণ-তমাল-বরণ এসো শ্যামল [গানের মালা-৯৫]
[তথ্য]
- তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে [গানের মালা-৬৪]
[তথ্য]
- তোমার হাতের সোনার রাখী [গানের মালা-৩৪]
[তথ্য]
- তোর রূপে সই গাহন ক'রে [গানের মালা-৭৪]
[তথ্য]
- দশ হাতে ঐ দশ দিকে মা (আনন্দ
রে আনন্দ)[গানের
মালা-৬৯] [তথ্য]
- দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ [গানের মালা-৮০]
[তথ্য]
- দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি [গানের মালা-১৫]
[তথ্য]
- দূর প্রবাসে প্রাণ কাঁদে [গানের মালা-৩৮]
[তথ্য]
- দেখে যা রে রুদ্রাণী মা [গানের মালা-৪৮]
[তথ্য]
- দোলে প্রাণের কোলে [গানের মালা-৪০]
[তথ্য]
- না-ই পরিলে নোটন খোঁপায় [গানের মালা-৩]
[তথ্য]
- নাচে নাচে রে মোর কালো মেয়ে [গানের মালা-৪৬]
[তথ্য]
- নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই [গানের মালা-১০]
[তথ্য]
- নিশি না পোহাতে যেয়ো না [গানের মালা-১৩]
[তথ্য]
- প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই [গানের মালা-৭]
[তথ্য]
- ফিরে ফিরে কেন তারই স্মৃতি [গানের মালা-৬৭]
[তথ্য]
- ফুলের মতন ফুল্ল মুখে [গানের মালা-৬৬]
[তথ্য]
- বকুল বনের পাখি [গানের মালা-১৭]
[তথ্য]
- বনে মোর ফুল ঝরার বেলা [গানের মালা-৯১]
[তথ্য]
- বরষা ঐ এলো বরষা [গানের মালা-২৭]
[তথ্য]
- বল্ রে তোরা বল্ ওরে ও আকাশ [গানের মালা-১১]
[তথ্য]
- বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল্ [গানের মালা-১২]
[তথ্য]
- বল্লরী-ভুজ-বন্ধন খোলো [গানের মালা-২৪]
[তথ্য]
- বাদল-মেঘের মাদল তালে [গানের মালা-৩৫]
[তথ্য]
- বীরদল আগে চল্ কাঁপাইয়া [গানের মালা-৪৩]
[তথ্য]
- বুনো ফুলের করুণ সুবাস ঝুরে [গানের মালা-৫৮]
[তথ্য]
- ভুল করে যদি ভালোবেসে থাকি [গানের মালা-৫]
[তথ্য]
- ভেঙো না ভেঙো না ধ্যান [গানের মালা-৮৮]
[তথ্য]
- মনের রঙ লেগেছে [গানের মালা-১৮]
[তথ্য]
- মদির স্বপনে মম বন -ভবনে [গানের মালা-২২]
[তথ্য]
- মম আগমনে বাজে আগমনীর সানাই [গানের মালা-৫৫]
[তথ্য]
- মহাকালের কোলে এসে [গানের মালা-৪৯]
[তথ্য]
- মা এসেছে মা এসেছে [গানের মালা-৭০]
[তথ্য]
- মাত্ল গগন অঙ্গনে ঐ [গানের মালা-৪৭]
[তথ্য]
- মিলন রাতের মালা হব [গানের মালা-৯২]
[তথ্য]
- মুঠি মুঠি আবীর ও কে কাননে ছড়ায় [গানের মালা-২৩]
[তথ্য]
- মেঘ-মেদুর গগন কাঁদে হুতাস পবন [গানের মালা-৩১]
[তথ্য]
- মোর বুক ভরা ছিল আশা [গানের মালা-৯০]
[তথ্য]
- মোমের পুতুল মমীর দেশের মেয়ে [গানের মালা-১৬]
[তথ্য]
- যবে সন্ধ্যা-বেলায় তুলসী-তলায় [গানের মালা-২০]
[তথ্য]
- যাবার বেলায় ফেলে যেও [গানের মালা-৮৫]
[তথ্য]
- যায় ঝিল্মিল্ ঝিল্মিল্ ঢেউ তুলে [গান-৯৩]
[তথ্য]
- যাহা কিছু মম আছে প্রিয়তম [গানের মালা-৮৯]
[তথ্য]
- রঙিলা আপনি রাধা [গানের মালা-৮২]
[তথ্য]
- রাত্রী-শেষের যাত্রী আমি [গানের মালা-৬৫]
[তথ্য]
- লুকোচুরি খেলতে হরি [গানের মালা-৫২]
[তথ্য]
- শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ [গানের মালা-৪১]
[তথ্য]
- শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল [গানের মালা-৩৯]
[তথ্য]
- শূন্য এ বুকে পাখি মোর আয় [গানের মালা-৬৩]
[তথ্য]
- শ্মশান কালীর নাম শুনে রে [গানের মালা-৫০]
[তথ্য]
- শ্যামা তন্বী আমি মেঘ-বরণা [গানের মালা-৫৪]
[তথ্য]
- সহসা কি গোল বাধালো [গানের মালা-৭৮]
[তথ্য]
- স্নিগ্ধ শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা [গানের মালা-৩০]
[তথ্য]