বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আঁখি তোল আঁখি তোল না
রাগ: ভৈরবী, তাল: দাদ্রা
আঁখি তোল আঁখি তোল না,
দানো করুণা, ওগো অরুণা,
মেলি, নয়ন জীর্ণ কানন কর তরুণা॥
আঁখি যে তোমার
বনের পাখি−
ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’,
আলোর-সাগর জাগাও বরুণা’
॥
তব আনত
আঁখির পাতার কোলে
তরুণ আলোর মুকুল দোলে।
রঙের কুমার দুয়ারে জাগে,
তোমার আঁখির প্রসাদ মাগে,
পাণ্ডুর ভোর হোক তরুণারুণা
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)
মাসে গানটি গানের মালা
প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
-
গ্রন্থ:
- গানের
মালা।প্রথম সংস্করণ আশ্বিন
১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ২১। ভৈরবী-কার্ফা]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
২১। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা ২৫৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২।
গান সংখ্যা ৫২৯। পৃষ্ঠা: ১৬২]
- রেকর্ড:
এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ৭৩২১। শিল্পী: পারুল সেন। সুর: গোপাল
সেন]
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: গোপাল সেন
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী