বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : ভুল ক'রে যদি ভালবেসে থাকি ক্ষমিও সে অপরাধ

ভুল ক'রে যদি ভালবেসে থাকি ক্ষমিও সে অপরাধ।
অসহায় মনে কেন জেগেছিল ভালবাসিবার সাধ॥
          কত জন আসে তব ফুলবন
          মলয়, ভ্রমর, চাঁদের কিরণ, —
তেমনি আমিও আসি অকারণ অপরূপ উন্মাদ॥
তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে কত রবি শশী তারা,
তারি মাঝে আমি ধূমকেতু সম এসেছিনু পথহারা।
          তবু জানি প্রিয় একদা নিশীথে
          মনে পড়ে যাবে আমারে চকিতে,
সহসা জাগিবে উৎসব-গীতে সকরুণ অবসাদ॥