বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো ফুলের মতন ফুল্ল মুখে
তাল: ফের্তা
ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল।
হাসির বদল দোলে সেথায় অশ্রুকণার দুল॥
রোদের দাহে বালুচরে
মরা নদী কেঁদে মরে
গাইতে এসে কাঁদছে ব'সে বাণ-বেঁধা বুলবুল॥
ভোর-গগনে পূর্ণ চাঁদের এমনি মলিন মুখ,
ম্লান-মাধুরী মালার ফুলে
এমনি নীরব কান্না দোলে,
করুণ তুমি বিসর্জনের দেবীর সমতুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের আগষ্ট
(ভাদ্র-আশ্বিন ১৩৪১) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
-
গানের মালা।
প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
গানের মালা-৬৬। আশাবরী-দাদরা।
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা
৬৬। আশাবরী-দাদরা। পৃষ্ঠা ২৩১-২৩২]
- রেকর্ড: টুইন [আগস্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। এফটি ৩৪৩৭। শিল্পী: সুধীরা দাশগুপ্তা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দ্বাদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। অষ্টম গান]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য