বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ
কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ
জাগালে জোয়ার ভাঙ্গিলে আবার সাগর-কূলের বাঁধ॥
        তিথিতে তিথিতে সুদূর অতিথি
        ভোলাও জাগাও ভুলে যাওয়া স্মৃতি
এড়াইতে গিয়ে পরানে জড়াই তোমার রূপের ফাঁদ॥
চাহি না তোমায় তবু তোমারেই ভাবি বাতায়নে বসি'
আমার নিশীথে তুমি আনিয়াছ শুক্লা চতুর্দশী।
        সুন্দর তুমি তবু হয় মনে
        আছে কলঙ্ক জোছনার সনে
মুখোমুখি বসে কাঁদে তাই বুকে সাধ আর অবসাদ॥