বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ
কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ
জাগালে জোয়ার ভাঙ্গিলে আবার সাগর-কূলের বাঁধ॥
তিথিতে তিথিতে সুদূর অতিথি
ভোলাও জাগাও ভুলে যাওয়া স্মৃতি
এড়াইতে গিয়ে পরানে জড়াই তোমার রূপের ফাঁদ॥
চাহি না তোমায় তবু তোমারেই ভাবি বাতায়নে বসি'
আমার নিশীথে তুমি আনিয়াছ শুক্লা চতুর্দশী।
সুন্দর তুমি তবু হয় মনে
আছে কলঙ্ক জোছনার সনে
মুখোমুখি বসে কাঁদে তাই বুকে সাধ আর অবসাদ॥
- ভাবার্থ: রাতের পৃথিবী থেকে পূর্ণ চাঁদের গায়ে যে দাগ দেখা যায়,
নিখুঁত সৌন্দর্যের বিচারে তাকে কলঙ্ক এবং রাতের চাঁদের স্নিগ্ধ কোমল আলোয়
মেশা মোহনীয় জ্যোৎস্নাকে অপরূপ সুন্দর হিসেবে বিবেচনা করা হয়। বৈপরিত্যের
দ্বন্দ্বের নিয়েই জগতের কল্যাণ-অকল্যাণ, সুন্দর-অসুন্দরের লীলা চলে। এরই
ভিতরে দিয়ে প্রকাশ পায় জগতের সত্য-সুন্দরের প্রশান্তি।
চাঁদের গায়ে কলঙ্ক আছে, জ্যোতিতে আছে সৌন্দর্য। তারপরেও চাঁদ সুন্দর।
পূর্ণিমার প্রভাবে সাগরের জোয়ারে বাঁধ ভেঙে যায়, এ তার কলঙ্ক। আবার একই সাথে
পূর্ণিমার জোয়ারে সাগর পরিপূর্ণা হয়ে তার উদ্বেলিত সৌন্দর্যে অপরূপা হয়ে
ওঠে। দূর আকাশের অতিথি হয়ে প্রতি তিথিতে চাঁদ আকাশের আঙিনায় আসে। প্রতি
তিথির রূপসী চাঁদের মোহনীয় রূপদর্শনে কবি কোনো স্মৃতি ভুলে যান, কোনো ভুলে
যাওয়া স্মৃতি আবার জেগে ওঠে। কবি এই রূপরে মোহ-ফাঁদকে এড়াতে গিয়ে
মোহগ্রস্থের মতো জানালার পাশে বসে থাকেন তাকে দেখার আশায়। হয়তো কবির জীবনের
আকাশ ছিল প্রেমহীন অন্ধকার। সে আলোহীন মনোলোকে এই চাঁদই এনে দিয়েছে আশা
জাগানিয়া চতুর্দশী চাঁদের আশা-জ্যোতি।
চাঁদের মত প্রেম শুভ্র-সুন্দর, তাতে মিশে আছে কালো বিষাদের মতো কলঙ্ক। তাতে
পাওয়া আনন্দের সাথে মিশে রয়েছে কলঙ্কের বেদনা। এমনি যাপিত জীবনে রয়েছে পাওয়া সাধ এবং না
পাওয়ার অবসাদ। তবু পাওয়া না-পাওয়ার বেদনা বুকে নিয়েই চাঁদের মতই জীবন
সুন্দর।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
ছায়াবীথি
পত্রিকার মাঘ ১৩৪০ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৪) সংখ্যায় গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
-
পত্রিকা: ছায়াবীথি। মাঘ ১৩৪০
(জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৪)।
-
গ্রন্থ:
-
গানের মালা
। প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
গানের মালা
৬২। বেহাগ মিশ্র-দাদরা।
-
নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৬২। বেহাগ মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২২৯]
- রেকর্ড: টুইন [আগস্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। এফটি ৩৪৩৭। শিল্পী: সুধীরা দাশগুপ্ত]
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট। জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ষষ্ঠ গান]
[নমুনা]
- সুরকার:
কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি (মহাজাগতিক, চাঁদ)
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য