বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধো ঝুলনা
তাল: কাহার্বা
এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধো ঝুলনা।
সুনীল শাড়ি পরো ব্রজনারী পরো নব নীপ-মালা অতুলনা॥
ডাগর চোখে
কাজল দিও,
আকাশী রঙ প'রো
উত্তরীয়,
নব-ঘন-শ্যামের বসিয়া বামে দুলে দুলে ব'লো, 'বঁধু, ভুলো না'॥
নৃত্য-মুখর আজি
মেঘলা দুপুর,
বৃষ্টির নূপুর
বাজে টুপুর টুপুর।
বাদল-মেঘের
তালে বাজিয়া বেণু,
পাণ্ডুর হ'ল
শ্যাম মাখি' কেয়া-রেণু,
বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায় ব'লো, 'হে শ্যাম, এ বাঁধন খুলো না'॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ
১৩৪১) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
গানের মালা ৫৯। কাজরী-লাউনী
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ৫৯। কাজরী-লাউনী। পৃষ্ঠা
২২৭]
-
সুরলিপি। [১৬ আগষ্ট
১৯৩৪ (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২)]।
জগৎঘটক-কৃত স্বরলিপি। প্রকাশক:
নজরুল ইসলাম।
কাজরী-কার্ফা।
-
রেকর্ড:
এইচএমভি
[জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)। এন
৭২৫০। শিল্পী: সুধীর দত্ত। রাগ: তিলককামোদ]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব, ঝুলন)
- সুরাঙ্গ: কাজরী
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মপা