বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিশি না পোহাতে যেয়ো না
রাগ: ভৈরবী-যোগিয়া, তাল: দাদ্রা
নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না দীপ নিভিতে দাও।
নিবু-নিবু প্রদীপ নিবুক হে পথিক ক্ষণিক থাকিয়া যাও॥
ঢুলিয়া পড়িতে দাও ঘুমে অলস আঁখি ক্লান্ত করুণ কায়,
সুদূর নহবতে বাঁশরি বাজিতে দাও উদাস যোগিয়ায়।
হে প্রিয়
প্রভাতে ও-রাঙা পায়
বকুল ঝরিয়া
মরিতে চায়,
তব হাসির আভায় তরুণ অরুণ প্রায় দিক রাঙিয়ে যাও॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৪ খ্রিষ্টাব্দে
১৬ আগষ্ট (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২) ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪) মাসে
গানের মালা নামক গ্রন্থের গানটি প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৪ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- গানের মালা
-
প্রথম সংস্করণ। আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১৩। ভৈরবী -দাদরা
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ১৩। ভৈরবী -দাদরা। পৃষ্ঠা ২০০]
-
সুরলিপি। আগষ্ট
১৯৩৪ (শ্রাবণ ১৩৪১)। জগৎঘটক-কৃত স্বরলিপি গ্রন্থ। প্রকাশক: কাজী নজরুল
ইসলাম
- রেকর্ড:
এইচএমভি।[সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। এন ৭৪০৫। শিল্পী: মিস
মড কস্টেলা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
রাগাশ্রয়ী
- রাগ: ভৈরবী-যোগিয়া
- তাল:
দাদরা
- গ্রহস্বর:
- র্জ্ঞা [জগৎঘটক-কৃত স্বরলিপি]
- র্সার্জ্ঞা [ইদ্রিস আলী-কৃত স্বরলিপি]