বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বিকাল বেলার ভুঁইচাঁপা গো সকাল বেলার যুঁই
বিকাল বেলার ভূঁইচাঁপা গো সকাল বেলার যুঁই
কারে কোথায় দেব আঁচল তাই ভাবি নিতুই॥
ফুলদানিতে রাখব কারে, কারে বা দিই কণ্ঠ-হারে
কা'রে যেন দেব দেবতারে কারে বুকে থুই॥
সমান অভিমানী ওরা সমান সুকোমল
চাঁপা আমার চোখের আলো, যুঁই চোখের জল।
বর্ষা-মুখর শ্রাবণ-প্রাতে, তাঁরি আমি রুধির সাথী
চাঁপায় চাহি চৈতী-রাতে, প্রিয় আমার দুই॥
-
ভাবার্থ: কবির দুটি প্রিয় এবং আদারিণী বিকেল বেলার
ভুঁইচাপা এবং সকলা বেলাত যুঁই (যূথিকা)
ফুল। এই দুটি ফুলকে ভালোবেসে কোথায় রাখবেন বা কাকে উপহার দেবেন, এই ভেবে কবি
দ্বিধাগ্রস্ত। কোন ফুল ফুলদানিতে রাখবেন আর কোনো ফুল দিয়ে মালা গেঁথে- নিজেই ধারণ
করবেন, আর কোন ফুল দিয়ে তার আরাধ্য জনকে ভক্তি ও প্রেমে নিবেদন করবেন- এই ভাবনায় কবি
আকুল।
উভয় ফুলই সুকোমল এবং উভয়ই কবির কাছে আদরণীয়। অবহেলা মনে করে কোন ফুল অভিমান করে বসে
এ নিয়েও কবি দ্বিধান্বিত। তাঁর কাছে
ভুঁইচাপা বিকলের দৃষ্টিনন্দিত আলোর মতো। আর ভোরের শিশিরস্নাত অশ্রুর মতো
শ্রাবণমুখর বর্ষার প্রভাত বেলায়, কুমকুম-রঙে রঞ্জিত রাগে কবি যুঁইকে চান। আবার চৈতি
রাতের রুপালি মোহনীয় আলোতে
ভুঁইচাপাকেও কামনা করেন। কে তার কাছে প্রিয়, এই আত্মজিজ্ঞাসার অবসান হয়-
এই গানের উপসংহারে- ' প্রিয় আমার দুই'।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে এইচএমভি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৩ মাস।
- রেকর্ড:
-
এইচএমভি। সেপ্টেম্বর
১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)।
এন ৭৪০৫। মিস মড কস্টেলো
[শ্রবণ নমুনা]
- ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর (শনিবার ৫ পৌষ ১৩৪২) তারিখের নজরুলের সাথে
এইচএমভির চুক্তিপত্রে গানটির উল্লেখ ছিল।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ ।
নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি
নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০২। এপ্রিল। ২২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৬-১০৮
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি (জাগতিক, ফুল)
- রাগ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: পা।