নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
তৃতীয় খণ্ড


নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল অগ্রহায়ণ, ১৩৯৫ বঙ্গাব্দ/ ডিসেম্বর, ১৯৮৮ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, বৈশাখ ১৪০২ বঙ্গাব্দ/ এপ্রিল, ১৯৯৬ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৮৮ সালে তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)। নজরুল সঙ্গীত স্বরলিপি -তৃতীয় খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. আকাশে ভোরের তারা মুখপানে চেয়ে আছে [তথ্য] [নমুনা]
  2. আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ [তথ্য] [নমুনা]
  3. আমি তব দ্বারে প্রেম-ভিখারী [ তথ্য] [নমুনা]
  4. আহার দিবেন তিনি রে মন [তথ্য[নমুনা]
  5. এখনো ওঠেনি চাঁদ [তথ্য] [নমুনা]
  6. ও কে ট'লে ট'লে চলে [তথ্য] [নমুনা]
  7. ওরে কে বলে আরবে নদী নাই [তথ্য] [নমুনা]
  8. খোদার প্রেমের শরাব পিয়ে [তথ্য] [নমুনা]
  9. ঝর ঝর বারি ঝরে [তথ্য] [নমুনা]
  10. তুমি যদি রাধা হতে শ্যাম [তথ্য] [নমুনা]
  11. তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে [তথ্য] [নমুনা]
  12. দিতে এলে ফুল, হে প্রিয় [তথ্য] [নমুনা]
  13. নব-কিশলয় রাঙা শয্যা পাতিয়া [তথ্য] [নমুনা]
  14. নিশি-পবন নিশি-পবন [তথ্য] [নমুনা]
  15. বন-বিহঙ্গ যাও রে [কাজী নজরুল ইসলাম] [তথ্য] [নমুনা]
  16. বাজে মঞ্জুল-মঞ্জীর রিনিকি ঝিনি [তথ্য] [নমুনা]
  17. বিকাল বেলার ভূঁইচাঁপা গো সকাল বেলার যুঁই [তথ্য] [নমুনা]
  18. বৃথা তুই কাহার 'পরে করিস অভিমান [তথ্য] [নমুনা]
  19. বেদিয়া-বেদিনী ছুটে আয় [তথ্য] [নমুনা]
  20. মম মায়াময় স্বপনে কার বাঁশী বাজে গোপনে [তথ্য] [নমুনা]
  21. যায় ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ ঢেউ তুলে [তথ্য] [নমুনা]
  22. শ্যামলা-বরণ বাংলা মায়ের [তথ্য] [নমুনা]
  23. সই পলাশ বনে রঙ ছাড়লো কে [তথ্য] [নমুনা]
  24. সাপুড়িয়া রে বাজাও বাজাও [তথ্য] [নমুনা]
  25. সাহারাতে ফুট্ল রে রঙীন গুলে লালা [তথ্য] [নমুনা]