বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
আহার দিবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি

            আহার দিবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি।
 তোরে    সৃষ্টি ক'রে তোর কাছে যে আছেন তিনি ঋণী॥
            সারা জীবন চেষ্টা ক'রে, ভিক্ষা-মুষ্টি আনলি ঘরে
(ও মন)   তাঁর কাছে তুই হাত পেতে দেখ্‌ কি দান দেন তিনি॥
            না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল
            তুই যে পেলি পুত্র-কন্যা তোরে কে দিল তা বল।
            যাঁর করুণায় এত পেলি, তাঁরেই কেবল ভুলে গেলি
 (তোর)   ভাবনার ভার দিয়ে তাঁকে ডাক্‌রে নিশিদিন-ই॥