বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আহার দিবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি
আহার দিবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি।
তোরে সৃষ্টি ক'রে তোর কাছে যে আছেন তিনি ঋণী॥
সারা জীবন চেষ্টা ক'রে, ভিক্ষা-মুষ্টি আনলি ঘরে
(ও মন) তাঁর কাছে তুই হাত পেতে দেখ্ কি
দান দেন তিনি॥
না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল
তুই যে পেলি পুত্র-কন্যা তোরে কে দিল তা বল।
যাঁর করুণায় এত পেলি, তাঁরেই কেবল ভুলে গেলি
(তোর) ভাবনার ভার দিয়ে তাঁকে ডাক্রে
নিশিদিন-ই॥
-
ভাবসন্ধান: জগতের সৃষ্টিকর্তা সকল জীবজগতের সকল প্রজাতির
আহারের ব্যবস্থা করেই, তাদেরকে সৃষ্টি করেছন। তাই প্রজাতিসমূহের আহারে ব্যবস্থা করে,
স্রষ্টা তাদের কাছে ঋণী হয়ে গেছেন। তাই কবি বলেন- সারা জীবন ধরে মানুষ যা উপার্জন
করে, তা নিতান্তই ভিক্ষাতুল্য। আর স্রষ্টা যা দেন তা অসীম। তাঁর কাছে মনে-প্রাণে
কিছু প্রার্থনা করলে, কী অসীম দানে তিনি ভরিয়ে তোলেন, সেটাই দেখার বিষয়।
না চাইতেই তিনি ক্ষেতের ফসলে বৃষ্টির পানি দেন, তাঁর দানেই পুত্র-কন্যা লাভ করা যায়।
কিন্রু আমরা এতটাই হতভাগা যে, তাঁর এত করুণা পাওয়ার পরে, তাঁকেই আমরা ভুলে থাকি।
আমাদের উচিৎ আমাদের সকল ভাবনার ভার তাঁর উপর অর্পণ করে, অহর্নিশি তাঁকে স্মরণ করা।
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৮ খ্রিষ্টাবদের মার্চ মাসে (ফাল্গুন- চৈত্র ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর
৯ মাস।
-
রেকর্ড:
এইচএমভি। মার্চ ১৯৩৮ (ফাল্গুন- চৈত্র ১৩৪৪)। এন ১৭০৫৪। শিল্পী: কে মল্লিক
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট)।
৫ম গান। পৃষ্ঠা ৪১-৪৪]
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সাধারণ। বন্দনা
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: ভৈরবী
- তাল: দাদরা
- গ্রহস্বর: ণ্।