রাগ: জৌনপুরী, তাল: দাদরা
বৃথা তুই কাহার, পরে করিস অভিমান
পাষাণ-প্রতিমা সে যে হৃদয় পাষাণ॥
রূপসীর নয়নে জল নয়ন-শোভার তরে
ও শুধু মেঘের লীলা নভে যে বাদল ঝরে।
চাতকেরই তরে তাহার কাঁদে না পরান॥
প্রণয়ের স্বপন-মায়া, ধরিতে মিলায় কায়া
গো-ধূলির রঙের খেলা ক্ষণে অবসান॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। তিলক-কামোদ মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ১৩]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গান সংখ্যা ১১।তিলক-কামোদ মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৩১]
- রেকর্ড: মেগাফোন। আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। জেএনজি ১২৯। শিল্পী: ভবানী দাস। রাগ- জৌনপুরী। [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। ৭ম গান। পৃষ্ঠা ৪৯-৫১] [নমুনা]