বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বেদিয়া বেদিনী ছুটে আয়, আয়, আয়
বেদিয়া বেদিনী ছুটে আয়, আয়, আয়
ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
বাঁশিতে পরান মাতায়॥
দলে দলে নেচে নেচে আয় চলে
আকাশের শামিয়ানা তলে
বর্শা তীর ধনুক ফেলে আয় রে
হাড়ের নূপুর প'রে পায়॥
বাঘ-ছাল প'রে আয় হৃদয়-বনের শিকারী
ঘাগরা প'রে, প'রে পলার মালা
আয় বেদের নারী
মহুয়ার মৌ পিয়ে ধুতুরা ফুলের পিয়ালায়॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের
অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এ সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ৪ মাস।
- রেকর্ড:
এইচএমভি। [অক্টোবর ১৯৩৭ (আশ্বিন-কার্তিক ১৩৪৪)। এন ৯৯৬০। শিল্পী:
সীতা দেবী। সুর নজরুল ইসলাম]
[শ্রবণ-নমুনা]
- বেতার:
জিপসীদের সঙ্গে
(সঙ্গীতানুষ্ঠান)। কলকাতা বেতার কেন্দ্র। ২রা মার্চ ১৯৪০
খ্রিষ্টাব্দের (শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬)।
সান্ধ্য অনুষ্ঠান: ৭.০৫-৭.৪৪ মিনিট
- সূত্র:
বেতার জগৎ। ১১ বর্ষ ৫ম সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা
২৪৯]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
[রেকর্ড-সূত্র]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
নজরুল-সঙ্গীত
স্বরলিপি, তৃতীয় খণ্ড। নজরুল ইন্সটিটিউট, ঢাকা।
ফাল্গুন ১৪১১। ফেব্রুয়ারি ২০০৫। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৮-৭৯
[নমুনা]
- স্বরলিপিকার:
সুধীন দাশ
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
নাট্যগীতি (আবাহন)।
- সুরাঙ্গ: লোকসুর