জিপসিদের সঙ্গে
কলকাতা বেতারকেন
কেন্দ্র থেকে প্রচারিত সঙ্গীতালেখ্য। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২রা মার্চ (শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬), সন্ধ্যা ৭.০৫-৭.৪৪টায়, কলকাতা বেতারকেন্দ্র থেকে এই সঙ্গীতালেখ্যটি প্রচারিত হয়েছিল।
বেতার জগৎ পত্রিকার ১১ বর্ষ ৫ম সংখ্যার অনুষ্ঠান সূচীতে [পৃষ্ঠা
২৪৯]
এই অনুষ্ঠান সম্পর্কে লেখা হয়েছে-
সম্প্রচার
কেন্দ্র: কলকাতা কেন্দ্র
প্রচারের তারিখ ও সময়: শনিবার, ২ মার্চ ১৯৪০, ১৮ ফাল্গুন ১৩৪৬। সান্ধ্য
অনুষ্ঠান। ৭.০৫-৭.৪৪ মিনিট।
অনুষ্ঠানের নাম: জিপ্সীদের সঙ্গে
রচনা ও সংগঠনা: নজরুল ইসলাম
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসঙ্ঘ
পরিচালক: সুরেন্দ্রলাল দাস
বর্ণনা: অনিল দাস।
বিভিন্ন অংশে: শৈল দেবী,
ইলা ঘোষ, কুসুম গোস্বামী।
এই সঙ্গীতালেখ্য পূর্বে রচিত ৫টি গান ব্যবহৃত হয়েছিল।
গানগুলো হলো-
-
নিশি ভোর হল জাগিয়া
[তথ্য]
- বেদিয়া-বেদিনী ছুটে আয় আয় আয়
[তথ্য]
- রেশমি রুমালে কবরী বাঁধি
[তথ্য]
- শুকনো পাতার নূপুর পায়ে
[তথ্য]
- খা খা খা.... সাপুরিয়া রে! বাজাও
বাজাও [তথ্য]