জিপসিদের সঙ্গে
কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত সঙ্গীতালেখ্য।

১৯৪০ খ্রিষ্টাব্দের ২রা মার্চ (শনিবার, ১৮ ফাল্গুন ১৩৪৬), সন্ধ্যা ৬.৪৫-৮.৪০টায়, কলকাতা বেতারকেন্দ্র থেকে এই সঙ্গীতালেখ্যটি প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানটির ধারা বর্ণনায় ছিলেন অনিল দাস। সঙ্গীত পরিচালনায় ছিলেন সুরেন্দ্রলাল দাস। কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন- গীতা মিত্র, শৈল দেবী. গিরীন চক্রবর্তী ও অন্যান্য। এই সঙ্গীতালেখ্য পূর্বে রচিত ৫টি গান ব্যবহৃত হয়েছিল।

কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়- 'জিপসিদের সঙ্গে' নামক সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানে যে গানগুলো- প্রচারিত হয়েছিল, সেগুলো হলো--
  1. নিশি ভোর হল জাগিয়া [তথ্য]
  2. বেদিয়া-বেদিনী ছুটে আয় আয় আয় [তথ্য]
  3. রেশমি রুমালে কবরী বাঁধি [তথ্য]
  4. শুকনো পাতার নূপুর পায়ে [তথ্য]
  5. সাপুরিয়া রে! বাজাও বাজাও [তথ্য]